India’s divine ghats: জেনে নিন ভারতের এই ঘাটগুলির অজানা গল্প…
TV9 Bangla Digital | Edited By: aryama das
Oct 05, 2021 | 2:51 PM
অতিমারির পর বেড়াতে যাবেন? তবে কাছের মানুষ বিয়োগের ঘটনা, দুশ্চিন্তা, চার দেওয়ালের মধ্যে বন্দি জীবনের শেষে আপনি ভ্রমণের সঙ্গে সঙ্গে একটু ভগবানের কাছে পুজো দিয়ে শান্তি পেতে চান? সেক্ষেত্রে ভারতের এই পবিত্র ঘাটগুলিতে ঢুঁ মেরে আসুন অতিমারির পর...
1 / 5
বারাণসী ঘাট:
ভারতের পবিত্র নদীঘাটের কথা মাথায় এলেই প্রথম যে নাম মাথায় আসে, তা হল বারাণসী ঘাট। পূণ্যার্থীরা এই ঘাটে স্নান করে মনের সান্ত্বনা পান। এই ঘাটে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সবটাই পবিত্র। তাই বছরের বিভিন্ন সময় বহু পর্যটক
আসেন এখানে।
2 / 5
হর-কি-পৌরি ঘাট:
হরিদ্বারে গঙ্গা নদীর ধারে রয়েছে এই ঘাট। উত্তরভারতে অন্যতম এক পবিত্র স্থান এটি। এই ঘাটে বসে সন্ধ্যা আরতি দেখার মতো অভিজ্ঞতা ভারতের আর কোথাও হবে না আপনার। এই ঘাটে সারাবছর জনসমাগম হয়ে থাকে।
3 / 5
প্রিন্সেপ ঘাট:
কলকাতা বললেই সবার চোখে প্রথম যে ছবিটা ভেসে উঠবে, তা হল হাওড়া ব্রিজ, আর তারপরেই প্রিন্সেপ ঘাট। হেস্টিংসে ফোর্ট উইলিয়াম ঘাটের পাশে হুগলি নদীর ধারে ঠিক বিদ্যাসাগর সেতির নীচে এই ঘাট রয়েছে।
4 / 5
ওয়াই ঘাট:
মহারাষ্ট্রের এক বিশেষ দর্শনীয় স্থান হল ওয়াই ঘাট। একটা সুন্দর মন্দিরের শহর, আর তাকে ঘিরেই সাতটি ঘাট জুড়ে এই ওয়াই ঘাট। এর আশেপাশে ১০০-এর বেশী মন্দির রয়েছে। এই ঘাটগুলিতে মূলত শ্রীকৃষ্ণের আরাধনা হয়।
5 / 5
ত্রিভেনি ঘাট:
ঋশিকেশের সবচেয়ে জনপ্রিয় ঘাট হল ত্রিভেনি। মন শান্ত করতে আপনাকে এই ঘাটে একবার অতি অবশ্যই যেতে হবে। পাহাড়ে ঘেরা সুন্দর এই ঘাটে অতিপ্রাচীন গঙ্গা আরতি হয়, যা দেখতেই দেশ-বিদেশ থেকে পর্যটকেরা ভিড় জমায় এখানে।