Neeraj Chopra: নীরজের সোনা জয়ের জ্যাভলিন কোথায়?
নীরজ চোপড়ার বর্শায় অলিম্পিকে অন্ধকার দূর হয়েছিল। ট্র্যার অ্যান্ড ফিল্ডে দেশকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে যে বর্শায় সোনা জিতেছেন, সেটি দর্শনীয়। লসেনে অলিম্পিক মিউজিয়ামে সেটি উপহার দিলেন ভারতের সোনার ছেলে নীরজ।