INS Tushil & INS Tamal: মেঘনাদের মতো যুদ্ধ করবে! চিনের ঘুম ছোটাতে সেনার হাতে আসছে তুষিল ও তমাল

Stealth Frigate: ভারতীয় নৌসেনার হাতে আর কিছু দিনের মধ্যেই তলে আসবে আইএনএস তুষিল এবং আইএনএস তমাল। এই দুই স্টেলথ ফ্রিগেট সাগরে সেনাকে আরও শক্তিশালী করে তুলবে। রাশিয়ার সহায়তায় এই দুই যুদ্ধজাহাজ পেতে চলেছে ভারত।

Jul 20, 2024 | 4:09 PM

1 / 8
মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন রাবনের পুত্র ইন্দ্রজিৎ। সে জন্যই তাঁর অপর নাম ছিল মেঘনাদ। শত্রুপক্ষকে চমকে ভারতীয় সেনার হাতেও আসবে এই ধরনের যুদ্ধ সরঞ্জাম।

মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন রাবনের পুত্র ইন্দ্রজিৎ। সে জন্যই তাঁর অপর নাম ছিল মেঘনাদ। শত্রুপক্ষকে চমকে ভারতীয় সেনার হাতেও আসবে এই ধরনের যুদ্ধ সরঞ্জাম।

2 / 8
ভারতীয় নৌসেনার হাতে আর কিছু দিনের মধ্যেই তলে আসবে আইএনএস তুষিল এবং আইএনএস তমাল। এই দুই স্টেলথ ফ্রিগেট সাগরে সেনাকে আরও শক্তিশালী করে তুলবে।

ভারতীয় নৌসেনার হাতে আর কিছু দিনের মধ্যেই তলে আসবে আইএনএস তুষিল এবং আইএনএস তমাল। এই দুই স্টেলথ ফ্রিগেট সাগরে সেনাকে আরও শক্তিশালী করে তুলবে।

3 / 8
রাশিয়ার সহায়তায় এই দুই যুদ্ধজাহাজ পেতে চলেছে ভারত। রাশিয়ার কালিনিনগ্রাডের জাহাজ কারখানায় তৈরি হয়েছে এই দুই যুদ্ধজাহাজ।

রাশিয়ার সহায়তায় এই দুই যুদ্ধজাহাজ পেতে চলেছে ভারত। রাশিয়ার কালিনিনগ্রাডের জাহাজ কারখানায় তৈরি হয়েছে এই দুই যুদ্ধজাহাজ।

4 / 8
ইতিমধ্যেই আইএনএস তুষিল তৈরির কাজ শেষ হয়েছে। তার মহড়া চলছে। তা শেষ হলেই ভারতে আনা হবে ওই যুদ্ধজাহাজ।

ইতিমধ্যেই আইএনএস তুষিল তৈরির কাজ শেষ হয়েছে। তার মহড়া চলছে। তা শেষ হলেই ভারতে আনা হবে ওই যুদ্ধজাহাজ।

5 / 8
এই যুদ্ধজাহাজে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি। শত্রুপক্ষের ব়্যাডারকে ফাঁকি দিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এই যুদ্ধজাহাজে ব্যবহার করা হয়েছে স্টেলথ প্রযুক্তি। শত্রুপক্ষের ব়্যাডারকে ফাঁকি দিতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

6 / 8
এই প্রযুক্তির জন্য সমুদ্র তুষিল ও তমালের উপস্থিতি বুঝতেই পারবে না বিপক্ষ। আড়াল থেকেই আক্রমণ শানাতে পারবে যুদ্ধজাহাজ দুটি।

এই প্রযুক্তির জন্য সমুদ্র তুষিল ও তমালের উপস্থিতি বুঝতেই পারবে না বিপক্ষ। আড়াল থেকেই আক্রমণ শানাতে পারবে যুদ্ধজাহাজ দুটি।

7 / 8
যুদ্ধসরঞ্জামের দিক থেকেই খুবই উন্নত এগুলি। আধুনিক সমস্ত রকমের যুদ্ধসরঞ্জাম মোতায়েনের ব্যবস্থা রয়েছে এতে।

যুদ্ধসরঞ্জামের দিক থেকেই খুবই উন্নত এগুলি। আধুনিক সমস্ত রকমের যুদ্ধসরঞ্জাম মোতায়েনের ব্যবস্থা রয়েছে এতে।

8 / 8
এই দুই যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালানো, চিনের দাদাগিরি খর্ব করতে দারুণ কাজে আসবে। ভারতীয় নৌবাহিনীতে তা অন্তর্ভুক্ত হওয়ার পর ইন্দো-প্যাসিফিক রিজিওনে চাপ বাড়বে চিনের উপর।

এই দুই যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালানো, চিনের দাদাগিরি খর্ব করতে দারুণ কাজে আসবে। ভারতীয় নৌবাহিনীতে তা অন্তর্ভুক্ত হওয়ার পর ইন্দো-প্যাসিফিক রিজিওনে চাপ বাড়বে চিনের উপর।