TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 28, 2021 | 4:41 PM
সপরিবার ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সঙ্গে রয়েছেন বান্ধবী গ্যাব্রিয়েলা, ছেলে আরিক এবং দুই মেয়ে মাহিকা এবং মায়রা।
পারিবারিক ছুটির মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গ্যাব্রিয়েলা। গোয়ার একটি গ্রামে ছুটি কাটাচ্ছেন তাঁরা।
প্রথমা স্ত্রীর সঙ্গে দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পর বাবার বান্ধবী হিসেবে গ্যাব্রিয়েলাকে তাঁর দুই মেয়ে আদৌ গ্রহণ করবে কি না, তা নিয়ে চিন্তায় ছিলেন অর্জুন।
আরিকের জন্মের আগে অর্জুন নিজে নাকি গোটা বিষয়টা নিয়ে মাহিকা এবং মায়রার সঙ্গে আলোচনা করেন।
বাবার এই নতুন সম্পর্ক এবং পরিবারে নতুন অতিথির আগমন নাকি অত্যন্ত সহজ ভাবে মেনে নিয়েছিল অর্জুনের দুই টিনএজার কন্যা।
অর্জুন নিজে জানিয়েছেন, আরিক এবং গ্যাব্রিয়েলার সঙ্গে যে মাহিকা এবং মায়রার অত্যন্ত ভাল সম্পর্ক তা দেখে তিনি অনেক নিশ্চিন্ত বোধ করেন।
১৯৯৮-এ বিয়ে এবং ২০১৯-এ মেহেরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু মেয়েদের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে বাবার।