Kapil Sharma: কপিল শর্মার কোটি টাকার বাড়ির অন্দর ঠিক কেমন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 07, 2021 | 2:57 PM

Kapil Sharma: মুম্বইয়ের বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছেন কপিল। দুই সন্তান, স্ত্রীকে নিয়ে সেখানেই থাকেন তিনি।

1 / 7
কপিল শর্মার রোজগার ভাল। তিনি রাজকীয় জীবন যাপন করতে পছন্দ করেন। পরিশ্রম করে কষ্টার্জিত অর্থে মুম্বইতে একটি কোটি টাকার বাড়ি কিনেছেন কপিল। এ ছাড়া পঞ্জাবে তাঁর একটি ফার্ম হাউজ রয়েছে বলে জানা যায়।

কপিল শর্মার রোজগার ভাল। তিনি রাজকীয় জীবন যাপন করতে পছন্দ করেন। পরিশ্রম করে কষ্টার্জিত অর্থে মুম্বইতে একটি কোটি টাকার বাড়ি কিনেছেন কপিল। এ ছাড়া পঞ্জাবে তাঁর একটি ফার্ম হাউজ রয়েছে বলে জানা যায়।

2 / 7
মুম্বইয়ের বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছেন কপিল। দুই সন্তান, স্ত্রীকে নিয়ে সেখানেই থাকেন তিনি। কপিলের মা বেশিরভাগ সময় মুম্বইতে তাঁর কাছে থাকলেও বছরের কিছুটা সময় পঞ্জাবেও পরিবারের সঙ্গে থাকেন।

মুম্বইয়ের বাড়ি খুব সুন্দর করে সাজিয়েছেন কপিল। দুই সন্তান, স্ত্রীকে নিয়ে সেখানেই থাকেন তিনি। কপিলের মা বেশিরভাগ সময় মুম্বইতে তাঁর কাছে থাকলেও বছরের কিছুটা সময় পঞ্জাবেও পরিবারের সঙ্গে থাকেন।

3 / 7
কপিলের বাড়িতে নাকি বড় বারান্দা রয়েছে। ঘাসের কার্পেট দেওয়া সেই বারান্দায় মনের মতো বাগান করেছেন কপিল। তাঁর এবং স্ত্রী গিন্নির গাছের শখ রয়েছে।

কপিলের বাড়িতে নাকি বড় বারান্দা রয়েছে। ঘাসের কার্পেট দেওয়া সেই বারান্দায় মনের মতো বাগান করেছেন কপিল। তাঁর এবং স্ত্রী গিন্নির গাছের শখ রয়েছে।

4 / 7
কপিলের বাড়ির ডাইনিং রুম অনেক বড়। বড় ডাইনিং টেবিলে একসঙ্গে প্রায় ১০-১২ জন বসে খেতে পারেন। পরিবারের সকল সদস্য হাজির হলে বড় ডাইনিং টেবিল তাঁর প্রয়োজন হয়।

কপিলের বাড়ির ডাইনিং রুম অনেক বড়। বড় ডাইনিং টেবিলে একসঙ্গে প্রায় ১০-১২ জন বসে খেতে পারেন। পরিবারের সকল সদস্য হাজির হলে বড় ডাইনিং টেবিল তাঁর প্রয়োজন হয়।

5 / 7
কপিলের নাকি সাদা রং পছন্দ। বাড়ির বিভিন্ন জায়গায় সাদা রঙের আধিক্য রেখেছেন তিনি। এ ছাড়া রকমারি আলোর শখ রয়েছে তাঁর। তাই অন্দরের আলোও বেশ অন্যরকম।

কপিলের নাকি সাদা রং পছন্দ। বাড়ির বিভিন্ন জায়গায় সাদা রঙের আধিক্য রেখেছেন তিনি। এ ছাড়া রকমারি আলোর শখ রয়েছে তাঁর। তাই অন্দরের আলোও বেশ অন্যরকম।

6 / 7
কপিলের মুম্বইয়ের বাড়ির স্টাডি রুমও বেশ বড়। বাড়ি থাকলে স্টাডিতে অনেকটা সময় কাটান তিনি। আবার অতিথিদের আপ্যায়নের জন্যও কখনও কখনও স্টাডি রুম ব্যবহার করেন তিনি।

কপিলের মুম্বইয়ের বাড়ির স্টাডি রুমও বেশ বড়। বাড়ি থাকলে স্টাডিতে অনেকটা সময় কাটান তিনি। আবার অতিথিদের আপ্যায়নের জন্যও কখনও কখনও স্টাডি রুম ব্যবহার করেন তিনি।

7 / 7
মুম্বইতে কপিলের যেখানে বাড়ি, সেখান থেকে শহরের অনেকটাই দেখা যায়। বিশেষ করে নাকি রাতের মুম্বইয়ের রূপ একেবারে আলাদা।

মুম্বইতে কপিলের যেখানে বাড়ি, সেখান থেকে শহরের অনেকটাই দেখা যায়। বিশেষ করে নাকি রাতের মুম্বইয়ের রূপ একেবারে আলাদা।

Next Photo Gallery