MUMBAI TRAVEL: মুম্বই বেড়াতে যাবেন? এই অফবিট জায়গাগুলোর ব্লগ তৈরি করে নজর কারুন ইনস্টাগ্রামে…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Oct 29, 2021 | 2:44 PM

কথায় আছে, মুম্বই শহর কখনও ঘুমোয় না। এই শহরকে ফোটোগ্রাফির স্বর্গ বলা হয়ে থাকে। ইতিহাস, স্থাপত্য, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া শহরের আনাচে কানাচে রয়েছে নানা গল্প। যা আপনার মন ভাল করে দিতে পারে।

1 / 5
১) এশিয়াটিক লাইব্রেরী:
আপনি যদি একাধিক সিনেমা দেখে থাকেন কিংবা সিনেমা দেখতে ভালবাসেন, তাহলে বারংবার এই সাদা বাড়িটিকে দেখেছেন। বাড়িটির বড় বড় থাম্বের জন্য অনেক সিনেমায় এই বাড়িকে হাইকোর্ট বলেও বর্ণনা করা হয়ে থাকে। স্বাভাবিক ভাবেই এই বাড়ি ইনস্টাগ্রামের ব্লগের জন্য একেবারেই সঠিক ভাবনা।

১) এশিয়াটিক লাইব্রেরী: আপনি যদি একাধিক সিনেমা দেখে থাকেন কিংবা সিনেমা দেখতে ভালবাসেন, তাহলে বারংবার এই সাদা বাড়িটিকে দেখেছেন। বাড়িটির বড় বড় থাম্বের জন্য অনেক সিনেমায় এই বাড়িকে হাইকোর্ট বলেও বর্ণনা করা হয়ে থাকে। স্বাভাবিক ভাবেই এই বাড়ি ইনস্টাগ্রামের ব্লগের জন্য একেবারেই সঠিক ভাবনা।

2 / 5
২) কোলাবা মার্কেট:
এই মার্কেটে ঘোরার অভিজ্ঞতা আপনি অনেকগুলো কারণে ভুলতে পারবেন না। বার্গেনিং করার সেরা জায়গা হল এই বাজার। দোকান, ক্যাফের সঙ্গে এই বাজারে এত রঙ দেখতে পাবেন একইসঙ্গে, যা ভারতের কোনও বাজারে একসঙ্গে দেখবেন না।

২) কোলাবা মার্কেট: এই মার্কেটে ঘোরার অভিজ্ঞতা আপনি অনেকগুলো কারণে ভুলতে পারবেন না। বার্গেনিং করার সেরা জায়গা হল এই বাজার। দোকান, ক্যাফের সঙ্গে এই বাজারে এত রঙ দেখতে পাবেন একইসঙ্গে, যা ভারতের কোনও বাজারে একসঙ্গে দেখবেন না।

3 / 5
৩) মেরিন ড্রাইভ:
এইরকম কিছু জায়গা রয়েছে, যা দিয়ে শহরের রোম্যান্টিকতা বুঝবেন আপনি। তারমধ্যে মেরিন ড্রাইভ ভীষণ গুরুত্বপূর্ণ এক জায়গা। আরব সাগরের তীরে একেবারের শহরের ধার দিয়ে নেকলেসের মতো সাজিয়ে রেখেছে শহরটাকে।

৩) মেরিন ড্রাইভ: এইরকম কিছু জায়গা রয়েছে, যা দিয়ে শহরের রোম্যান্টিকতা বুঝবেন আপনি। তারমধ্যে মেরিন ড্রাইভ ভীষণ গুরুত্বপূর্ণ এক জায়গা। আরব সাগরের তীরে একেবারের শহরের ধার দিয়ে নেকলেসের মতো সাজিয়ে রেখেছে শহরটাকে।

4 / 5
৪) ছত্রপতি শিবাজি টার্মিনাস:
মুম্বই বর্ণনা করতে হলে কিছুতেই আপনি সিএসটি রেলওয়ে স্টেশন বাদ দিতে পারবেন না। ইউনেসকো মুম্বইয়ের হেরিটেজ সাইট হিসেবে এই রেলস্টেশনের থেকে ব্রিটিনের সময়ের এক অংশকে সংরক্ষণ করে রেখেছে। আপনি ইতিহাসপ্রেমী হলে এই অংশের প্রতিটা ইঁটের মধ্যে ইতিহাসের গন্ধ পাবেন, পাবেন অনেক জড়িয়ে থাকা গল্প।

৪) ছত্রপতি শিবাজি টার্মিনাস: মুম্বই বর্ণনা করতে হলে কিছুতেই আপনি সিএসটি রেলওয়ে স্টেশন বাদ দিতে পারবেন না। ইউনেসকো মুম্বইয়ের হেরিটেজ সাইট হিসেবে এই রেলস্টেশনের থেকে ব্রিটিনের সময়ের এক অংশকে সংরক্ষণ করে রেখেছে। আপনি ইতিহাসপ্রেমী হলে এই অংশের প্রতিটা ইঁটের মধ্যে ইতিহাসের গন্ধ পাবেন, পাবেন অনেক জড়িয়ে থাকা গল্প।

5 / 5
৫) দ্য গেটওয়ে অব ইন্ডিয়া:
এই শহরের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে দ্য গেটওয়ে অব ইন্ডিয়াকে। ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই শহরকে। ব্রিটিশ আমলে ভারতে এই স্থাপত্যটি তৈরি হয়েছিল। সম্রাট জর্জ, রাণী ম্যারির স্মৃতিতে এই স্থাপত্য তৈরি করেছিলেন।

৫) দ্য গেটওয়ে অব ইন্ডিয়া: এই শহরের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে দ্য গেটওয়ে অব ইন্ডিয়াকে। ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এই শহরকে। ব্রিটিশ আমলে ভারতে এই স্থাপত্যটি তৈরি হয়েছিল। সম্রাট জর্জ, রাণী ম্যারির স্মৃতিতে এই স্থাপত্য তৈরি করেছিলেন।

Next Photo Gallery