Maintaining Flat Abs: আপনার অত্যন্ত পরিশ্রম করে বানানো ফ্ল্যাট অ্যাবসকে একইরকম রাখার জন্য এই খাবারগুলো বেছে নিন…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 17, 2021 | 9:31 AM
ফ্ল্যাট অ্যাবস পাওয়া অত্যন্ত পরিশ্রমের কাজ। অনেক চেষ্টা করে আপনি ফ্ল্যাট অ্যাবস আনার পরেও একটু অনিয়মেই তা নিমেষের মধ্যে হারিয়ে যেতে পারে। ফ্ল্যাট অ্যাবস ধরে রাখার পদ্ধতিগুলো জেনে নিন...
1 / 6
সবুজ শাকসবজি ক্যালসিয়ামের একটি ভাল উৎস। যা পেশী সংকোচনের জন্য অপরিহার্য। আপনি যদি ফ্ল্যাট অ্যাবস চান তবে দিনে কমপক্ষে তিনবার সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন।
2 / 6
দই পেটের মেদ কমাতে সাহায্য করে। বেশিরভাগ দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখতে সাহায্য করে। দই দিনে বেশ কয়েকবার খাওয়া যেতে পারে।
3 / 6
আমন্ডে রয়েছে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম। এগুলোর জন্যই শক্তি উৎপাদন, পেশী গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য আমন্ড অপরিহার্য।
4 / 6
আপেল শুধু ফাইবার সরবরাহ করে না। এই ফলে ৮৫ শতাংশ জল থাকে। এছাড়াও, আপেল খেলে আমাদের খিদে কিছুটা প্রশমিত হয়। একইসঙ্গে আপেল কোলেস্টেরলের প্রভাব কমায়।
5 / 6
সয়াবিন অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রোটিনের একটি বড় উৎস। এরা আপনাকে ফ্ল্যাট অ্যাবস পেতেও সাহায্য করে।
6 / 6
ফ্ল্যাট অ্যাবসের জন্য, দিনে একটি করে ডিম অবশ্যই খান। যদি আপনার খুব বেশি মাত্রায় রক্তের কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে প্রথমে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত।