
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-লিভারপুল টুইটার)

ঘরের মাঠে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মহম্মদ সালাহরা। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের ৬১ মিনিটে মিলানের হয়ে এবং ম্যাচের একমাত্র গোলটি করেন লাওতারো মার্টিনেজ (Lautaro Martinez)। (ছবি-ইন্টার মিলান টুইটার)

ইন্টারের একমাত্র গোলের পরই ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইন্টারের অ্যালেক্সিস স্যাঞ্চেজ। (ছবি-ইন্টার মিলান টুইটার)

এ দিনের ম্যাচে ১-০ গোলে লিভারপুল হারলেও, দুই লেগের ফল মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। (ছবি-ইন্টার মিলান টুইটার)