Bangla NewsPhoto gallery Inter Milan beat Liverpool by 1 goal but Liverpool reach UCL quarter final
Champions League: ইন্টারের কাছে হেরেও কোয়ার্টারে লিভারপুল
অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। কিন্তু ইন্টারের কাছে হেরেও শেষ আটে পৌঁছে গেলেন মহম্মদ সালাহরা। ইন্টারের একমাত্র গোলের পরই ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইন্টারের অ্যালেক্সিস স্যাঞ্চেজ। তবুও ১০ জনের মিলানকে হারাতে পারল না লিভারপুল। কিন্তু প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। তাই দুই লেগ মিলিয়ে ২-১ ফলে এগিয়ে থেকে কোয়ার্টারের জায়গা পাকা করল ক্লপের দল।