Champions League: ইন্টারের কাছে হেরেও কোয়ার্টারে লিভারপুল

অ্যানফিল্ডে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ১৬-র দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরেছে লিভারপুল। কিন্তু ইন্টারের কাছে হেরেও শেষ আটে পৌঁছে গেলেন মহম্মদ সালাহরা। ইন্টারের একমাত্র গোলের পরই ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইন্টারের অ্যালেক্সিস স্যাঞ্চেজ। তবুও ১০ জনের মিলানকে হারাতে পারল না লিভারপুল। কিন্তু প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। তাই দুই লেগ মিলিয়ে ২-১ ফলে এগিয়ে থেকে কোয়ার্টারের জায়গা পাকা করল ক্লপের দল।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 09, 2022 | 2:15 PM

1 / 5
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-লিভারপুল টুইটার)

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। (ছবি-লিভারপুল টুইটার)

2 / 5
ঘরের মাঠে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মহম্মদ সালাহরা। (ছবি-লিভারপুল টুইটার)

ঘরের মাঠে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি মহম্মদ সালাহরা। (ছবি-লিভারপুল টুইটার)

3 / 5
ম্যাচের ৬১ মিনিটে মিলানের হয়ে এবং ম্যাচের একমাত্র গোলটি করেন লাওতারো মার্টিনেজ (Lautaro Martinez)। (ছবি-ইন্টার মিলান টুইটার)

ম্যাচের ৬১ মিনিটে মিলানের হয়ে এবং ম্যাচের একমাত্র গোলটি করেন লাওতারো মার্টিনেজ (Lautaro Martinez)। (ছবি-ইন্টার মিলান টুইটার)

4 / 5
ইন্টারের একমাত্র গোলের পরই ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইন্টারের অ্যালেক্সিস স্যাঞ্চেজ। (ছবি-ইন্টার মিলান টুইটার)

ইন্টারের একমাত্র গোলের পরই ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইন্টারের অ্যালেক্সিস স্যাঞ্চেজ। (ছবি-ইন্টার মিলান টুইটার)

5 / 5
এ দিনের ম্যাচে ১-০ গোলে লিভারপুল হারলেও, দুই লেগের ফল মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। (ছবি-ইন্টার মিলান টুইটার)

এ দিনের ম্যাচে ১-০ গোলে লিভারপুল হারলেও, দুই লেগের ফল মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লিভারপুল। (ছবি-ইন্টার মিলান টুইটার)