Budget 2022: ঘড়ির কাঁটা ৫ ছুঁলে পেশ হত বাজেট! অধিবেশনের আগে হালুয়াই বা বানানো হয় কেন জানেন?
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 27, 2022 | 3:23 PM
Budget 2022: কোন খাতে কত টাকা বরাদ্দ করল সরকার, কী কী পণ্যের দাম কমল বা বাড়ল, তা জানতে ১ ফেব্রুয়ারি মুখিয়ে বসে থাকেন দেশের জনগণ। তবে বাজেট সম্পর্কিত একাধিক এমন তথ্যও রয়েছে, যা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না।
1 / 9
বাজেট নিয়ে সাধারণ মানুষের আশা-প্রত্য়াশার শেষ নেই। কোন খাতে কত টাকা বরাদ্দ করল সরকার, কী কী পণ্যের দাম কমল বা বাড়ল, তা জানতে ১ ফেব্রুয়ারি মুখিয়ে বসে থাকেন দেশের জনগণ। তবে বাজেট সম্পর্কিত একাধিক এমন তথ্যও রয়েছে, যা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। একনজরে দেখে নেওয়া যাক সেইরকমই কিছু তথ্য-
2 / 9
স্বাধীন ভারতে প্রথমবার ১৯৫৮-৫৯ অর্থবর্ষে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বাজেট পেশ করেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি বাজেট পেশ করেছিলেন। তবে তাঁকে সহায়তা করেছিল অর্থ মন্ত্রক।
3 / 9
দেশে সবথেকে বেশি বার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। তিনি ৬ বার অর্থমন্ত্রী হিসাবে এবং ৪ বার উপ-প্রধানমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন।
4 / 9
দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও বাজেট পেশ করেছিলেন। পরে অর্থমন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন তিনি।
5 / 9
বর্তমানে সকাল ১১টা থেকে বাজেট পেশ শুরু হয়। তবে ব্রিটিশ শাসনকালে সকালে নয়, বিকেল ৫টায় বাজেট পেশ করা হত।
6 / 9
ইন্দিরা গান্ধীর পর নির্মলা সীতারামনই দেশের পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী পদে রয়েছেন। এই নিয়ে তৃতীয় দফায় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।
7 / 9
প্রতি বছরই বাজেট পেশের কয়েকদিন আগেই সংসদ ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজেট প্রস্তুতির অন্তিম ধাপ শেষ হলে বা বাজেট পত্র চূড়ান্ত হয়ে গেলে, সকল কর্মীদের মিষ্টিমুখ করানোর জন্য় হালুয়া রান্না করে খাওয়ানো হয়। অর্থমন্ত্রকের সদর দফতরেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিকরা উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে।
8 / 9
কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন আলাদাভাবে পেশ করা হত রেল বাজেট। তবে ২০১৬ সাল থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে একসঙ্গে একটিই কেন্দ্রীয় বাজেট পেশ করা শুরু হয়।
9 / 9
প্রথম দফায় মোদী সরকার গঠনের সময় বাজেট ফেব্রুয়ারি মাসের শেষ দিনে পেশ হত। এরপর অরুণ জেটলিই বাজেটের দিন এগিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন করেন।