TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 05, 2023 | 7:50 AM
সদ্য কলেজ পাশ করেছেন? সরকারি-বেসরকারি চাকরি খুঁজে খুঁজে ক্লান্ত? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার আন্তর্জাতিক সংস্থায় কর্মী নিয়োগের সুযোগ তৈরি হল। প্রাইজ ওয়াটার হাউস কুপার বা পিডব্লুসি সংস্থায় চলছে কর্মী নিয়োগ। সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পিডব্লুসি সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যাসুরেন্স অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, অভিজ্ঞতা সম্পন্নদের পাশাপাশি নবাগতরাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতকরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে।
বেতন- এই শূন্যপদে যাদের নিয়োগ করা হবে, তাদের আনুমানিক ৪০ হাজার টাকা বেতন হবে।
আবেদনের শেষ তারিখ- আগামী ৩০ এপ্রিল, ২০২৩ অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পিডব্লুসির অফিসিয়াল ওয়েবসাইট https://www.pwc.in/careers.html- এ যেতে পারেন।