
বিনিয়োগ করবেন কিন্তু কোথায়, তা বুঝে উঠতে পারছেন না। তবে আপনার জন্য রইল দারুণ এক সঞ্চয় প্ল্যান।

এই স্কিম হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। যেখানে আপনি এককালীন টাকা জমা রেখেই বিপুল অর্থ পেতে পারেন সুদ হিসাবে।

এই স্কিমে ১৮ বছর বয়সী থেকে যে কেউ টাকা জমাতে পারেন। পাশাপাশি এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যায়।

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বর্তমানে সুদের হার ৭.৫ শতাংশ, যা অধিকাংশ ব্যাঙ্কেরই ফিক্সড ডিপোজিটের সুদের হারের তুলনায় বেশি।

সরকারি স্কিম হওয়ায়, এতে আর্থিক প্রতারণার ভয়ও নেই।

পোস্ট অফিসের এই স্কিমে যদি আপনি একবার ৯ লক্ষ টাকা জমা রাখেন, তবে বছরে ১.১১ লক্ষ টাকা সুদ বাবদ পাবেন।

১২ মাসের হিসাব করলে প্রতি মাসে ৯২৫০ টাকা সুদ পাওয়া যাবে।

এই হিসাবে চললে, আপনার মাসের খরচ শুধুমাত্র পোস্ট অফিস থেকে পাওয়া সুদের টাকা দিয়েই চলে যাবে। মেয়াদ পূরণের পর পুরো টাকাটাই ফেরত পাবেন।