Bangla News Photo gallery Investment: Post Office POMIS Scheme, Which Offers Higher Interest Rate, You Can Invest in it to Secure Future of children, Know details
পোস্ট অফিসের এই স্কিমে চোখ বুঝে বিনিয়োগ করুন, আজীবন বাড়ি বসে পাবেন কড়কড়ে টাকা
ঈপ্সা চ্যাটার্জী |
Jul 11, 2024 | 11:09 AM
Investment: মাত্র ১ হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। একক অ্যাকাউন্ট হোল্ডার হলে, সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়।
1 / 7
সন্তানের জন্য বা নিজের ভবিষ্যত নিশ্চিত করতে অর্থ সঞ্চয় করতে চান? তবে সুরক্ষিত বিনিয়োগের অন্যতম ভাল অপশন হল পোস্ট অফিসে বিনিয়োগ। এমন অনেক স্কিম রয়েছে পোস্ট অফিসের, যেখানে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যায়।
2 / 7
পোস্ট অফিসের এই স্কিমের নাম হল মাসিক আয় স্কিম। এতে প্রাপ্তবয়স্কদের মতো ছোটদের জন্য অ্যাকাউন্ট খোলা যায় এবং তাতে বিনিয়োগ করে ভাল রিটার্ন পাওয়া যায়।
3 / 7
পোস্ট অফিসের এই স্কিমে একবার বিনিয়োগ করলে, তার ভিত্তিতে মাসিক একটি সুদ কিস্তি হারে পাওয়া যায়।
4 / 7
5 / 7
মাত্র ১ হাজার টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। একক অ্যাকাউন্ট হোল্ডার হলে, সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যায়।
6 / 7
যদি যৌথ অ্যাকাউন্ট হোল্ডার হয়, সেক্ষেত্রে সর্বাধিক ৯ লক্ষ টাকা অবধি জমা রাখা যায়।
7 / 7
আপনার জমা রাখা টাকার উপরে মাসিক সুদ দেওয়া হবে। যে পরিমাণ অর্থ জমা রাখবেন, তার উপরে ভিত্তি করেই সুদের টাকা পাবেন।