PBKS vs KKR : পঞ্জাব বনাম কেকেআর ম্যাচে কারা ‘ইমপ্যাক্ট’ ফেলতে পারেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 01, 2023 | 8:30 AM

PBKS vs KKR Key Players : মহা ধুমধামে শুরু আইপিএলের ষষ্ঠদশ সংস্করণ। আজ ডাবল হেডার। মোহালিতে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কারা হতে পারেন এই ম্য়াচের 'ইমপ্যাক্ট' প্লেয়ার! নতুন নিয়মের কথা বলা হচ্ছে না। আরও সহজ করে বলা ভালো, এই ম্য়াচে কোন প্লেয়াররা ম্য়াচের মোড় ঘুরিয়ে দিতে পারেন! দেখে নেওয়া যাক...।

1 / 7
এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে নামছে পঞ্জাব সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে মুখোমুখি পঞ্জাব ও কলকাতা। জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় ব্যাটিংয়ের দিক থেকে ব্য়াপক চাপে পঞ্জাব। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভালো পারফরম্যান্সে আশাবাদী পঞ্জাব শিবির। (ছবি : টুইটার)

এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে নামছে পঞ্জাব সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে মুখোমুখি পঞ্জাব ও কলকাতা। জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় ব্যাটিংয়ের দিক থেকে ব্য়াপক চাপে পঞ্জাব। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভালো পারফরম্যান্সে আশাবাদী পঞ্জাব শিবির। (ছবি : টুইটার)

2 / 7
পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দুই শিবিরই নামছে নতুন নেতার নেতৃত্বে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। (ছবি : টুইটার)

পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দুই শিবিরই নামছে নতুন নেতার নেতৃত্বে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। (ছবি : টুইটার)

3 / 7
ট্রেডিংয়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল পঞ্জাব কিংস। ধাওয়ানের অভিজ্ঞতায় ভরসা রেখে তাঁকেই অধিনায়ক করা হয়েছে। ব্য়াট হাতে আইপিএলে ধারাবাহিক ধাওয়ান। (ছবি : টুইটার)

ট্রেডিংয়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল পঞ্জাব কিংস। ধাওয়ানের অভিজ্ঞতায় ভরসা রেখে তাঁকেই অধিনায়ক করা হয়েছে। ব্য়াট হাতে আইপিএলে ধারাবাহিক ধাওয়ান। (ছবি : টুইটার)

4 / 7
পঞ্জাব শিবিরে বাড়তি নজর থাকবে স্যাম কারানের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্য়ান্ডের চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্য়াম। এ বারের মিনি অকশনে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন স্যাম। (ছবি : টুইটার)

পঞ্জাব শিবিরে বাড়তি নজর থাকবে স্যাম কারানের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্য়ান্ডের চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্য়াম। এ বারের মিনি অকশনে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন স্যাম। (ছবি : টুইটার)

5 / 7
পঞ্জাব শিবিরে আর এক তুরুপের তাস হয়ে উঠতে পারেন অর্শদীপ সিং। সাদা বলের ফরম্য়াটে জাতীয় দলে নজর কেড়েছেন। আইপিএলেও ভালো পরিসংখ্যান। ডেথ ওভার স্পেশালিস্ট। (ছবি : টুইটার)

পঞ্জাব শিবিরে আর এক তুরুপের তাস হয়ে উঠতে পারেন অর্শদীপ সিং। সাদা বলের ফরম্য়াটে জাতীয় দলে নজর কেড়েছেন। আইপিএলেও ভালো পরিসংখ্যান। ডেথ ওভার স্পেশালিস্ট। (ছবি : টুইটার)

6 / 7
কেকেআর এবং সুনীল নারিন যেন সমার্থক। যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারেন। কেকেআরে যোগ দিয়েছিলেন রহস্য় স্পিনার হিসেবে। পরবর্তীতে ব্য়াটিংয়েও অন্য়তম ভরসা হয়ে উঠেছেন সুনীল। (ছবি : টুইটার)

কেকেআর এবং সুনীল নারিন যেন সমার্থক। যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারেন। কেকেআরে যোগ দিয়েছিলেন রহস্য় স্পিনার হিসেবে। পরবর্তীতে ব্য়াটিংয়েও অন্য়তম ভরসা হয়ে উঠেছেন সুনীল। (ছবি : টুইটার)

7 / 7
সবকিছুর মধ্যে কলকাতা নাইট রাইডার্সে মূল নজর থাকবে অধিনায়ক নীতীশ রানার দিকেই। ব্য়াটিংয়ে ধারাবাহিক নন। তবে নেতৃত্বের বাড়তি দায়িত্ব হতেও পারে সেরাটা বের করে আনল নীতীশের মধ্যে। (ছবি : টুইটার)

সবকিছুর মধ্যে কলকাতা নাইট রাইডার্সে মূল নজর থাকবে অধিনায়ক নীতীশ রানার দিকেই। ব্য়াটিংয়ে ধারাবাহিক নন। তবে নেতৃত্বের বাড়তি দায়িত্ব হতেও পারে সেরাটা বের করে আনল নীতীশের মধ্যে। (ছবি : টুইটার)

Next Photo Gallery