এ বারের আইপিএলে নিজেদের প্রথম ম্য়াচে নামছে পঞ্জাব সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে মুখোমুখি পঞ্জাব ও কলকাতা। জনি বেয়ারস্টো ছিটকে যাওয়ায় ব্যাটিংয়ের দিক থেকে ব্য়াপক চাপে পঞ্জাব। শিখর ধাওয়ানের নেতৃত্বে ভালো পারফরম্যান্সে আশাবাদী পঞ্জাব শিবির। (ছবি : টুইটার)
পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স দুই শিবিরই নামছে নতুন নেতার নেতৃত্বে। শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কেকেআরকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। (ছবি : টুইটার)
ট্রেডিংয়ে শিখর ধাওয়ানকে নিয়েছিল পঞ্জাব কিংস। ধাওয়ানের অভিজ্ঞতায় ভরসা রেখে তাঁকেই অধিনায়ক করা হয়েছে। ব্য়াট হাতে আইপিএলে ধারাবাহিক ধাওয়ান। (ছবি : টুইটার)
পঞ্জাব শিবিরে বাড়তি নজর থাকবে স্যাম কারানের দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্য়ান্ডের চ্য়াম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্য়াম। এ বারের মিনি অকশনে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন স্যাম। (ছবি : টুইটার)
পঞ্জাব শিবিরে আর এক তুরুপের তাস হয়ে উঠতে পারেন অর্শদীপ সিং। সাদা বলের ফরম্য়াটে জাতীয় দলে নজর কেড়েছেন। আইপিএলেও ভালো পরিসংখ্যান। ডেথ ওভার স্পেশালিস্ট। (ছবি : টুইটার)
কেকেআর এবং সুনীল নারিন যেন সমার্থক। যে কোনও সময় ম্য়াচের রং বদলে দিতে পারেন। কেকেআরে যোগ দিয়েছিলেন রহস্য় স্পিনার হিসেবে। পরবর্তীতে ব্য়াটিংয়েও অন্য়তম ভরসা হয়ে উঠেছেন সুনীল। (ছবি : টুইটার)
সবকিছুর মধ্যে কলকাতা নাইট রাইডার্সে মূল নজর থাকবে অধিনায়ক নীতীশ রানার দিকেই। ব্য়াটিংয়ে ধারাবাহিক নন। তবে নেতৃত্বের বাড়তি দায়িত্ব হতেও পারে সেরাটা বের করে আনল নীতীশের মধ্যে। (ছবি : টুইটার)