ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ১৬তম আইপিএলের মিনি নিলামের আসর। নিলাম ঘরে ভাগ্য নির্ধারণে কেউ হয়েছেন কোটিপতি, কেউ আবার ভাগ্যের খাতাই খুলতে পারেননি। ছবি: টুইটার
দ্বিতীয় তালিকায় রয়েছেন বেশ কিছু শ্রীলঙ্কার ক্রিকেটার যারা চলতি ভারত-শ্রীলঙ্কা সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু আইপিএলের মিনি নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন এই তারকারাই। ছবি: টুইটার
প্রথমেই নিতে হয় শ্রীলঙ্কার দাসুন শানাকার নাম। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন তিনি। ৫৬রান এসেছে দাসুনের ব্যাটে। উইকেট নেন ২টি। আইপিএলে ঠাঁই পাননি তিনি। ছবি: টুইটার
শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার দিলশান মধুশঙ্কাকেও কেনেনি কোনও দল। শ্রীলঙ্কার জার্সিতে ভালো খেলছেন দিলশন। ছবি: টুইটার
শ্রীলঙ্কার আর এক পেসার দুষ্মন্ত চামিরার আইপিএলে অভিষেক হয়েছিল লখনউ সুপার জায়ান্টের হাত ধরে। তবে ২০২৩ আইপিএলের মিনি নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন এই তারকাও। ছবি: টুইটার
শ্রীলঙ্কার হয়ে ভারতের বিরুদ্ধে দারুণ লড়াই দিয়েছেন কুশল মেন্ডিস। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেন কুশল। কিন্তু এ বার আইপিএলে দল পাননি তিনি। ছবি: টুইটার
শ্রীলঙ্কা সুপারস্টার পাথুম নিশঙ্কার মতো ক্রিকেটারও অবিক্রিত থেকে গিয়েছেন।ভারত-শ্রীলঙ্কা সিরিজে এই সব ক্রিকেটারদের পাকফরম্যান্স দেখে অনেকেই মনে করছে তাঁদের দলে না নেওয়া দলগুলিরই ক্ষতি। ছবি: টুইটার