IPL: দলের তারকা ক্রিকেটার, তাও রিটেন করা হল না, সেই ‘ছেড়ে দেওয়া’ ক্রিকেটারদের দেখে নিন
IPL: পৃথিবীর অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। আসন্ন মরসুমের দল গঠনের আগে পুরানো দলগুলি নিজেদের খেলোয়াড় থেকে সর্বোচ্চ চারজনকে রেখে দিতে পারত। ফলে একটা গোটা দল থেকে মোট চারজনকে বেছে নেওয়া খুবই সমস্যার কাজ। আর তা করতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি গুলো বেশ কিছু 'তারকা' ক্রিকেটারকে ধরে রাখতে পারল না। দেখে নেওয়া যাক কোন দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে পারল না...