IPL 2021 Points Table: লিগ তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়লেন কেএল রাহুলরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2021 | 9:40 AM

আজ, শনিবার আইপিএলের (IPL) ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবং দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৫টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৪৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

1 / 5
লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০০২। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০০২। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৬২। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১১টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৬২। পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩০২। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩০২। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৩৬। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৩৬। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery