Bangla NewsPhoto gallery IPL Points Table 2021 Standings ranking after Kolkata Knight Riders vs Rajasthan Royals in Bengali 7th October 2021
IPL 2021 Points Table: লিগ টেবলে কোন দল কোথায় রয়েছে দেখুন ছবিতে
আজ, আরবদেশে আইপিএলে (IPL) এক ইতিহাস তৈরি হতে চলেছে। একই সময়ে দুটি ম্যাচ রয়েছে আবু ধাবি ও দুবাইতে। বৃহস্পতিবার আইপিএলের ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। দুই কিংসের লড়াইয়ে জিতেছে পঞ্জাব। মরুশহরে হারের হ্যাটট্রিক করে ফেলেছে ধোনির সিএসকে। গতকালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে দাপটের সঙ্গে জিতেছে কেকেআর। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৫৪টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৫৪টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...