Bangla NewsPhoto gallery IPL Points Table 2021 Standings ranking after Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad in Bengali 3rd October 2021
IPL 2021 Points Table: গুরু-শিষ্যের লড়াইয়ের আগে জেনে নিন লিগ তালিকায় কোন দল কোথায় রয়েছে
আজ, সোমবার আইপিএলের (IPL) ৫০ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের এক নম্বর ও দু'নম্বরে থাকা দুটি দলের লড়াই আজ। গুরু-শিষ্যের লড়াইয়ে প্রথম পর্বে শিষ্যের কাছে হেরেছিল গুরু। মরুশহরে কি পন্থের দলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে ধোনির সিএসকে? নজর থাকবে সেদিকে। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৯টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৪৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...