IPL 2021 Points Table: সুপার সানডের ডাবল ম্যাচের আগে জেনে নিন লিগ তালিকায় কোন দল কোথায় রয়েছে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 03, 2021 | 9:37 AM

আজ, রবিবার আইপিএলের (IPL) ডাবল হেডার ম্যাচের প্রথমটিতে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেএল রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings)। এবং দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৪৭টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৪৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

1 / 5
গতকালের ম্যাচে সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিয়েও হেরেছে সিএসকে। তা সত্ত্বেও লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৮২৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

গতকালের ম্যাচে সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিয়েও হেরেছে সিএসকে। তা সত্ত্বেও লিগ টেবলের মগডালে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা প্লে অফের জন্য কোয়ালিফাইও করে গিয়েছে। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +০.৮২৯। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৫১। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। প্লে অফ নিশ্চিত আবেশ খানদেরও। এখনও পর্যন্ত খেলা ১২টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন ধাওয়ানরা। দিল্লির নেট রান রেট +০.৫৫১। পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.২০০। পয়েন্ট - ১৪। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩০২। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩০২। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৩৬। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে উঠে এসেছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৩৬। পয়েন্ট - ১০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery