IPL 2021 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 28, 2021 | 10:03 AM

সোমবার আইপিএলের (IPL) ৪০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে এখনও পর্যন্ত মোট ৪০টি ম্যাচ হয়েছে। আজ, মঙ্গলবার রয়েছে ডাবল হেডার। প্রথম ম্যাচে ইওন মর্গ্যানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৪০টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

1 / 5
পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০৬৯। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১০টি ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছেন রায়না-জাডেজারা। সিএসকের নেট রান রেট +১.০৬৯। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৭১১।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৭১১।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩৫৯।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

তৃতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৩৫৯।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
লিগ টেবলের চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩২২।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট +০.৩২২।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের  নেট রান রেট -০.২৭১।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে কেএল রাহুলের পঞ্জাব কিংস। মায়াঙ্কদের নেট রান রেট -০.২৭১।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery