
এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৫২৮ রান করে কমলা টুপির দখলে নিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১২ ম্যাচে ৫০৮ রান করে অরেঞ্জ ক্যাপের দ্বিতীয় দাবিদার। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত আইপিএলের ১২টি ম্যাচে খেলে ৪৮০ রান করে অরেঞ্জ ক্যাপের তৃতীয় তৃতীয় দাবিদার হয়েছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

১২ ম্যাচে ৪৬২ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাই সুপার কিংসের আর এক ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১২ ম্যাচে ৪৬০ রান করেছেন। কমলা টুপি দখলের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন দু প্লেসি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)