IPL 2021 Orange Cap: ঋতুকে টপকে লোকেশ রাহুলের ঝুলিতে কমলা টুপি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 04, 2021 | 9:21 AM

চলতি আইপিএলে (IPL) এখনও পর্যন্ত ৪৯টি ম্যাচ হয়েছে। এই ৪৯টি ম্যাচের পর আইপিএলের (Orange Cap) অরেঞ্জ ক্যাপ দখলের জন্য জবরদস্ত লড়াই চলছে। রাজস্থানের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় শতরান করেছিলেন। যার ফলে উঠে এসেছিলেন কমলা টুপির তালিকার এক নম্বরে। গতকাল বিরাটের আরসিবির বিরুদ্ধে ৩৯ রান করে কেএল রাহুল ছাপিয়ে গেলেন ঋতুরাজকে। আইপিএলে (IPL) বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন পঞ্জাব অধিনায়ক।

1 / 5
এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৫২৮ রান করে কমলা টুপির দখলে নিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৫২৮ রান করে কমলা টুপির দখলে নিয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১২ ম্যাচে ৫০৮ রান করে অরেঞ্জ ক্যাপের দ্বিতীয় দাবিদার। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১২ ম্যাচে ৫০৮ রান করে অরেঞ্জ ক্যাপের দ্বিতীয় দাবিদার। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
এখনও পর্যন্ত আইপিএলের ১২টি ম্যাচে খেলে ৪৮০ রান করে অরেঞ্জ ক্যাপের তৃতীয় তৃতীয় দাবিদার হয়েছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত আইপিএলের ১২টি ম্যাচে খেলে ৪৮০ রান করে অরেঞ্জ ক্যাপের তৃতীয় তৃতীয় দাবিদার হয়েছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
১২ ম্যাচে ৪৬২ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

১২ ম্যাচে ৪৬২ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
চেন্নাই সুপার কিংসের আর এক ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১২ ম্যাচে ৪৬০ রান করেছেন। কমলা টুপি দখলের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন দু প্লেসি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাই সুপার কিংসের আর এক ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১২ ম্যাচে ৪৬০ রান করেছেন। কমলা টুপি দখলের লড়াইয়ে পাঁচ নম্বরে রয়েছেন দু প্লেসি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery