IPL 2021 Orange Cap: গব্বরের দখলেই কমলা টুপি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 01, 2021 | 9:08 AM

চলতি আইপিএলে (IPL) এখনও পর্যন্ত ৪৪টি ম্যাচ হয়েছে। এই ৪৪টি ম্যাচের পর কমলা টুপি (Orange Cap) দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের (Points Table) দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তাদের প্লে অফে পৌঁছনো শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবারের ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে পৌঁছে গিয়েছে সিএসকে। অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫ জন এর মধ্যে রয়েছেন প্লে অফের জন্য কোয়ালিফাই করা চেন্নাই সুপার কিংসের দুই ওপেনারও।

1 / 5
এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৪৫৪ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত ১১ ম্যাচে ৪৫৪ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
এখনও পর্যন্ত আইপিএলের ১১টি ম্যাচে খেলে ৪৩৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌঁড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

এখনও পর্যন্ত আইপিএলের ১১টি ম্যাচে খেলে ৪৩৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌঁড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১১ ম্যাচে ৪৩৫ রান করেছেন। কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দু প্লেসি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১১ ম্যাচে ৪৩৫ রান করেছেন। কমলা টুপি দখলের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন দু প্লেসি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ১০ ম্যাচে ৪২২ রান করে রয়েছেন চার নম্বরে। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ১০ ম্যাচে ৪২২ রান করে রয়েছেন চার নম্বরে। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১১ ম্যাচে ৪০৭ রান করে পাঁচ নম্বরে রয়েছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১১ ম্যাচে ৪০৭ রান করে পাঁচ নম্বরে রয়েছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

Next Photo Gallery