Bangla News Photo gallery IPL Points Table 2021 Standings ranking Orange Cap list in Bengali after Sunrisers Hyderabad vs Rajasthan Royals in Bengali 28th September 2021
IPL 2021 Orange Cap: সঞ্জুর দখলে আইপিএলের অরেঞ্জ ক্যাপ
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 28, 2021 | 10:36 AM
আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের (Points Table) তাঁর দল রয়েছে ছয় নম্বরে। কিন্তু তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে শীর্ষে। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪০টি ম্যাচ হয়েছে। এই ৪০ ম্যাচের পর কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। এখনও পর্যন্ত ১০টি ম্যাচে খেলেছেন রাজস্থানের নেতা। সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তাঁর অধিনায়কোচিত ইনিংসে ভর করে রাজস্থান ১৬৫ রানের টার্গেট দেয় উইলিয়ামসনদের। কিন্তু নির্ধারিত ২০ ওভারের আগেই ৯বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ১৬৭ রান।
1 / 5
এখনও পর্যন্ত আইপিএলের ১০ ম্যাচে ৪৩৩ রান করে অরেঞ্জ ক্যাপ দখল করেছেন রাজস্থান রয়্যালেসের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
2 / 5
১০ ম্যাচে ৪৩০ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
3 / 5
পঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) ৯ ম্যাচে ৪০১ রান করে রয়েছেন তিন নম্বরে।(সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
4 / 5
চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ দু প্লেসি (Faf du Plessis) ১০ ম্যাচে ৩৯৪ রান করেছেন। ৪ নম্বরে রয়েছেন দু প্লেসি।(সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)
5 / 5
চেন্নাইয়ের আর এক ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ১০ ম্যাচে ৩৬২ রান করে পাঁচ নম্বরে রয়েছেন।(সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)