
এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৪২ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন আরসিবির হর্ষাল প্যাটেল। ১০ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ২৩টি উইকেট। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের আবেশ খান। ১১ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন তিনি।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

তিন নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা। ১১ ম্যাচে বুমরা পেয়েছেন ১৬টি উইকেট।(ছবি-আইপিএল ওয়েবসাইট)

পঞ্জাব কিংসের মহম্মদ শামি ১১ ম্যাচে ১৪টি উইকেট নিয়ে রয়েছেন পার্পল ক্যাপের দৌঁড়ের চার নম্বরে। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ক্রিস মরিস রয়েছেন চতুর্থ স্থানে। ৯ ম্যাচে তিনি পেয়েছেন ১৪টি উইকেট।(ছবি-আইপিএল ওয়েবসাইট)