
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের জস বাটলার (Jos Buttler)। মঙ্গলবার আরসিবির বিরুদ্ধে রাজস্থান হারলেও ৪৭ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে যান বাটলার। এখনও অবধি ৩ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২০৫ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১৪৯ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে নেমে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ (Ishan Kishan)। তাঁর দলের হারের হ্যাটট্রিক হলেও ৩ ম্যাচ মিলিয়ে ১৪৯ রান করার সুবাদে অরেঞ্জ ক্যাপের দৌড়ে তৃতীয় স্থানে রয়েছেন ঈশান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। এখনও অবধি ৪ ম্যাচে খেলে কেএল রাহুল করেছেন ১৩২ রান। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডা (Deepak Hooda)। এ বারের আইপিএলে এখনও অবধি হুডা নতুন দল লখনউয়ের হয়ে ৪টি ম্যাচে খেলেছেন এবং তিনি এই ৪ ম্যাচ মিলিয়ে মোট ১৩০ রান করেছেন। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)