বুধবার রাজস্থানের ম্যাচ ছিল না, তবুও এখনও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি ৪ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২১৮ রান।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২০৭ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।
বুধবার রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭০ রানের ইনিংসের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে উঠে এসেছেন পঞ্জাব কিংসের ওপেনার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ১৯৭ রান করেছেন ধাওয়ান।
কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে নেমে গিয়েছেন চেন্নাইয়ের রবিন উথাপ্পা (Robin Uthappa)। এখনও পর্যন্ত এ বারের আইপিএলের ৫টি ম্যাচে মোট ১৯৪ রান এসেছে উথাপ্পার ব্যাট থেকে।
অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছেনলখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১৮৮ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার।