IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে কোথায় রয়েছে দেখে নিন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 16, 2022 | 10:58 AM

শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে হারিয়েছে কেকেআরকে। আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষস্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। শুক্রবার রাজস্থানের ম্যাচ ছিল না। তবে বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলারই। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ হয়েছে। এই ২৫টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন ছবিতে...

1 / 5
কমলা টুপির লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের ৫ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২৭২ রান।

কমলা টুপির লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের ৫ ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২৭২ রান।

2 / 5
অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৫টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২২৮ রান।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুই নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৫টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২২৮ রান।

3 / 5
কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২০৭ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।

কমলা টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২০৭ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।

4 / 5
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন গুজরাতের ওপেনার শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছেন প্রাক্তন নাইট তারকা। এবং এই ৫ ম্যাচে গিল করেছেন মোট ২০০ রান।

অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন গুজরাতের ওপেনার শুভমন গিল (Shubman Gill)। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছেন প্রাক্তন নাইট তারকা। এবং এই ৫ ম্যাচে গিল করেছেন মোট ২০০ রান।

5 / 5
কমলা টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচে খেলে হেটমায়ার করেছেন ১৯৭ রান।

কমলা টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার (Shimron Hetmyer)। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচে খেলে হেটমায়ার করেছেন ১৯৭ রান।

Next Photo Gallery