Bangla NewsPhoto gallery IPL Points Table 2022 Standings ranking Purple Cap list in Bengali after Chennai Super Kings vs Punjab Kings in Bengali 4th April 2022
IPL 2022 Purple Cap: ছবিতে দেখুন, পার্পল ক্যাপের লড়াইয়ে প্রথম ৫-এ কোন ক্রিকেটাররা
চলতি মরসুমে এখনও অবধি ১১টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। রবিবার দুই কিংসের লড়াই ছিল। তাতে ৫৪ রানে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এবং ওই ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন রাহুল চাহার। এবং তিনি ঢুকে পড়েছেন আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। রবিবার কেকেআরের ম্যাচ ছিল না। কিন্তু তাও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন কেকেআরের উমেশ যাদব। এক নজরে ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...