এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৩টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে রয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি আইপিএল-১৫-র ৪টি ম্যাচে খেলে মোট ১৬ ওভার বল করে ১০৪ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন যুজি।
পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। এবং সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ।
বেগুনি টুপির দৌড়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। এবং ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার।
পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৯ ওভার বল করে ১৫৫ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার।
বেগুনি টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন (T Natarajan)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১৬ ওভার বল করে ৮টি উইকেট নিয়েছেন। বিনিময়ে ১৩৩ রান খরচ করেছেন।