Bangla News Photo gallery IPL Points Table 2022 Standings ranking Purple Cap list in Bengali after Rajasthan Royals vs Gujarat Titans in Bengali 15th April 2022
IPL 2022 Purple Cap: আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন গুজরাতের লকি ফার্গুসন
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Apr 15, 2022 | 10:30 AM
চলতি মরসুমে এখনও অবধি ২৪টি আইপিএলের (IPL) ম্যাচ হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিলের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ও হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ওই ম্যাচে পিঙ্ক আর্মি হারলেও এখনও বেগুনি টুপির দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন যুজবেন্দ্র চাহাল। আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ (Purple Cap)। এক নজরে ছবিতে দেখে নিন কোন প্লেয়াররা এই পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে রয়েছেন...
1 / 5
এখনও পর্যন্ত হওয়া এ বারের আইপিএলের ২৪টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। এখনও অবধি আইপিএল-১৫-র ৫টি ম্যাচে খেলে মোট ২০ ওভার বল করে ১৩৬ রান দিয়ে ১২টি উইকেট নিয়েছেন যুজি।
2 / 5
পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানেই রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব (Umesh Yadav)। তিনি ৫টি ম্যাচে ১০টি উইকেট পেয়েছেন। এবং সেই ৫টি ম্যাচে ২০ ওভার বল করার বিনিময়ে ১৩২ রান দিয়েছেন উমেশ। আজ নাইটদের ম্যাচ রয়েছে। ফলে উমেশের কাছে সুযোগ থাকবে চাহালকে টপকে যাওয়ার।
3 / 5
পার্পল ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। এখনও অবধি এ বারের আইপিএলের ৪টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন কুলদীপ। এবং ১৫.৪ ওভার বল করে ১১৬ রান খরচ করেছেন এই চায়নাম্যান বোলার।
4 / 5
বেগুনি টুপি দখলের লড়াইয়ে চার নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ১০টি উইকেট নিয়েছেন হাসারঙ্গা। এবং ১৯ ওভার বল করে ১৫৫ রান খরচ করেছেন আরসিবির এই ক্রিকেটার।
5 / 5
পার্পল ক্যাপের দৌড়ে ৫ নম্বরে উঠে এসেছেন গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন (Lockie Ferguson)। আইপিএল-১৫-র ৫ ম্যাচে খেলে ২০ ওভার বল করে ১৫৪ রানের বিনিময়ে ৮ উইকেট নিয়েছেন গুজরাতের লকি।