এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ৫ টি ম্যাচের নিরিখে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১টি ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। ৪ ওভার বল করে দিয়েছেন ১৮ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
দ্বিতীয় স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। ১ ম্যাচে তিনিও নিয়েছেন ৩টি উইকেট নিয়েছেন। ৪ ওভারে তিনি দিয়েছেন ২০ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
তিন নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। মঙ্গলবারের ম্যাচে তিনি নিয়েছেন ৩টি উইকেট। ৪ ওভার হাত ঘুরিয়ে চাহাল দিয়েছেন ২২ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
গুজরাত টাইটান্সের মহম্মদ সামি (Mohammed Shami) ১টি ম্যাচে ৩টি উইকেট নিয়ে রয়েছেন পার্পল ক্যাপের দৌঁড়ের চার নম্বরে। তিনি ৪ ওভার বল করে দিয়েছেন ২৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)
পাঁচ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বাসিল থাম্পি (Basil Thampi)। তিনি ৪ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন। বিনিময়ে খরচ করেছেন ৩৫ রান। (ছবি-আইপিএল ওয়েবসাইট)