
করোনার কারণে ভ্রমণের ক্ষেত্রে ক্রিকেটাররা ব্যবহার করছেন পিপিই কিট, গ্লাভস ও অবশ্যই মাস্ক। তারই ছবি পোস্ট করা হয়েছে দিল্লি ক্যাপিটালসের ইন্সটাগ্রাম স্টোরিতে। (সৌজন্যে-দিল্লি ক্যাপিটালস ইন্সটাগ্রাম)

মুখে মাস্ক থাকলেও সেলফি তো হবেই। (সৌজন্যে- অজয় রত্রা টুইটার)

অমিত মিশ্র, ললিত যাদবকে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গিয়েছে।(সৌজন্যে- অজয় রত্রা টুইটার)

দিল্লির পুরনো নেতা শ্রেয়স আয়ার আগেভাগেই পৌঁছে গিয়েছেন দুবাইতে। দ্বিতীয় পর্বের আইপিএলে তাঁর উপস্থিতি নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ক্যাপ্টেন্সি কি ফিরে পাবেন শ্রেয়স? তার উত্তর এখনও মেলেনি।(সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস ইন্সটাগ্রাম)

ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে মরুশহরে উড়ে গেল টিম দিল্লি। (সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস ইন্সটাগ্রাম)