
দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা মরুশহরে ৬দিনের কোয়ারান্টিন কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন।(সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস টুইটার)

অমিত মিশ্রকে দেখা গেল দুবাইয়ে টিম হোটেলের জিমে ওয়েটলিফ্টিং করতে।(সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস টুইটার)

দিল্লির পুরনো নেতা শ্রেয়স আয়ার দলের বাকি সদস্যের আগেই পৌঁছে গিয়েছিলেন দুবাইতে। (সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস টুইটার)

ললিত যাদবকে দেখা গেল জিমে ঘাম ঝরাতে।(সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস টুইটার)

জিম সেশনে হাজির ছিলেন অলরাউন্ডার প্রবীণ দুবেও। তিনি কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেন। (সৌজন্যে- দিল্লি ক্যাপিটালস টুইটার)