IPL 2022: ‘কেকেআর ওয়ালি হোলি’… টিম হোটেলে রঙের উৎসবে মাতলেন নাইটরা, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 18, 2022 | 4:18 PM

আর মাত্র সাতদিন পর আইপিএলের (IPL) মহাযজ্ঞ শুরু। ২৬ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখে নামবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। হোলির শুভ দিনে জার্সি প্রকাশ্যে এনেছে নাইটরা। পাশাপাশি টিম হোটেলে রঙের উৎসবে মেতেছেন অজিঙ্ক রাহানে থেকে শিবম মাভিরা।

1 / 5
নাইট শিবিরে জমিয়ে রং খেললেন শিবম মাভিরা। (Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

নাইট শিবিরে জমিয়ে রং খেললেন শিবম মাভিরা। (Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

2 / 5
বেগুনি শিবিরের নতুন সদস্য অজিঙ্ক রাহানে তাঁর মেয়েকে নিয়ে মেতে উঠলেন রঙের খেলায়।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

বেগুনি শিবিরের নতুন সদস্য অজিঙ্ক রাহানে তাঁর মেয়েকে নিয়ে মেতে উঠলেন রঙের খেলায়।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

3 / 5
জার্সি উন্মোচন করার পর আলতো আবির মাখলেন নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

জার্সি উন্মোচন করার পর আলতো আবির মাখলেন নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

4 / 5
তবে টিম হোটেলে কেকেআরের যে সদস্যদের কোয়ারান্টিন পর্ব শেষ তাঁরা দোল খেললেন খোশমেজাজে।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

তবে টিম হোটেলে কেকেআরের যে সদস্যদের কোয়ারান্টিন পর্ব শেষ তাঁরা দোল খেললেন খোশমেজাজে।(Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

5 / 5
পিচকিরি হাতে পোজও দিয়েছেন নাইট শিবিরের কয়েকজন প্লেয়ার। (Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

পিচকিরি হাতে পোজও দিয়েছেন নাইট শিবিরের কয়েকজন প্লেয়ার। (Pic Courtesy-Kolkata Knight Riders Twitter)

Next Photo Gallery
Holi Celebration: বিয়ের পর প্রথম হোলি, রঙিন সম্পর্কে রাঙা বি-টাউনের সেলেব দম্পতি
Holi 2022: রঙিন দিনেও নয়া চমক! মাত্র তিনটি উপকরণ দিয়ে বানান সুগার-ফ্রি সুস্বাদু মিষ্টি