
করোনাকালে মাস্ক মাস্ট। ডবল মাস্ক পরে ম্যান্ডেটারি ট্রাভেল সেলফি পোস্ট করেছেন আরিসিবির ক্রিকেটার নভদীপ সাইনি। সঙ্গে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। (সৌজন্যে-নভদীপ সাইনি টুইটার)

বিরাট কোহলি ছাড়া আরসিবি পরিবারের বাকি ভারতীয় ক্রিকেটাররা পাড়ি দিলেন দুবাইতে। (সৌজন্যে-আরিসিবি টুইটার)

পঞ্জাব কিংস দলের সঙ্গে মরুশহরে উড়ে গেলেন প্রধান কোচ অনিল কুম্বলেও। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

প্রীতি জিন্টার দলের শাহরুখ খান বিমানের ভিতর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

হাসিমুখে লেন্সবন্দি পঞ্জাবের মনপ্রীত বরার। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)