Kavya Maran: ‘মুঝসে শাদি করোগি’…সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের কাব্যা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2023 | 9:34 AM

Sunrisers Hyderabad: সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকের মেয়ে কাব্যা মারান। দক্ষিণ আফ্রিকায় চলছে নতুন টি২০ লিগ, এসএ২০। সেখানেই কাব্যাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক।

1 / 8
'মুঝসে শাদি করোগি'... ভারতে নয়, সেই সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের (IPL) নিলাম টেবলে ঝড় তোলা কাব্যা মারান (Kavya Maran)। (ছবি-টুইটার)

'মুঝসে শাদি করোগি'... ভারতে নয়, সেই সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে বিয়ের প্রস্তাব পেলেন আইপিএলের (IPL) নিলাম টেবলে ঝড় তোলা কাব্যা মারান (Kavya Maran)। (ছবি-টুইটার)

2 / 8
আইপিএলের নিলাম হলেই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মালিক কাব্যা মারানকে নিয়ে হইচই পড়ে যায়। তিনি তো একাধিক ব্যক্তির ক্রাশ বলেও দাবি কর নেটিজ়েনরা। (ছবি-টুইটার)

আইপিএলের নিলাম হলেই সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মালিক কাব্যা মারানকে নিয়ে হইচই পড়ে যায়। তিনি তো একাধিক ব্যক্তির ক্রাশ বলেও দাবি কর নেটিজ়েনরা। (ছবি-টুইটার)

3 / 8
এ বার সেই কাব্যাকেই এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছে নেলসন ম্যান্ডেলার দেশ থেকে। আসলে দক্ষিণ আফ্রিকায় (South Africa) চলছে নতুন টি২০ লিগ এসএ২০ (SA20)। সেখানেই ঘটেছে এই ঘটনা। (ছবি-টুইটার)

এ বার সেই কাব্যাকেই এক যুবক বিয়ের প্রস্তাব দিয়েছে নেলসন ম্যান্ডেলার দেশ থেকে। আসলে দক্ষিণ আফ্রিকায় (South Africa) চলছে নতুন টি২০ লিগ এসএ২০ (SA20)। সেখানেই ঘটেছে এই ঘটনা। (ছবি-টুইটার)

4 / 8
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের একটি দল রয়েছে এসএ২০ লিগে। সেই দলটি হল সানরাইজার্স ইস্টার্ন কেপ। দিন দুয়েক আগে পার্ল রয়্যালসের সঙ্গে সানরাইজার্স ইস্টার্ন কেপের এক ম্যাচ চলাকালীন কাব্যা পেয়েছেন বিয়ের প্রস্তাব। (ছবি-টুইটার)

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের একটি দল রয়েছে এসএ২০ লিগে। সেই দলটি হল সানরাইজার্স ইস্টার্ন কেপ। দিন দুয়েক আগে পার্ল রয়্যালসের সঙ্গে সানরাইজার্স ইস্টার্ন কেপের এক ম্যাচ চলাকালীন কাব্যা পেয়েছেন বিয়ের প্রস্তাব। (ছবি-টুইটার)

5 / 8
আসলে এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম পার্ল রয়্যালসের ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে এক যুবককে দেখা যায় একটি প্ল্যাকার্ড হাতে বসে থাকতে।  (ছবি-টুইটার)

আসলে এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ বনাম পার্ল রয়্যালসের ম্যাচ দেখতে আসা দর্শকদের মধ্যে এক যুবককে দেখা যায় একটি প্ল্যাকার্ড হাতে বসে থাকতে। (ছবি-টুইটার)

6 / 8
দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই যুবকের নাম কোডি ইউসুফ। (ছবি-টুইটার)

দক্ষিণ আফ্রিকা টি২০ লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই যুবকের নাম কোডি ইউসুফ। (ছবি-টুইটার)

7 / 8
তাঁর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, "কাব্যা মারান তুমি কি আমাকে বিয়ে করবে?" এই লেখাটির সঙ্গে একটি হৃদয়ের চিহ্নও আঁকা ছিল ওই প্ল্যাকার্ডটিতে।  (ছবি-এসএ২০ টুইটার)

তাঁর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, "কাব্যা মারান তুমি কি আমাকে বিয়ে করবে?" এই লেখাটির সঙ্গে একটি হৃদয়ের চিহ্নও আঁকা ছিল ওই প্ল্যাকার্ডটিতে। (ছবি-এসএ২০ টুইটার)

8 / 8
কাব্যা যে দেশ ছাড়িয়ে বিদেশের ক্রাশ হয়ে গিয়েছেন, এমনটা দাবি করছেন নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিয়ো ভাইরাল। সঙ্গে দেদার শেয়ার হচ্ছে কাব্যার পাওয়া বিয়ের প্রস্তাব নিয়ে মিম। (ছবি-টুইটার)

কাব্যা যে দেশ ছাড়িয়ে বিদেশের ক্রাশ হয়ে গিয়েছেন, এমনটা দাবি করছেন নেটিজ়েনরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ভিডিয়ো ভাইরাল। সঙ্গে দেদার শেয়ার হচ্ছে কাব্যার পাওয়া বিয়ের প্রস্তাব নিয়ে মিম। (ছবি-টুইটার)

Next Photo Gallery
Women Health: মেন্সট্রুয়াল কাপ, ন্যাপকিন নাকি ট্যাম্পন? ঋতুস্রাবের সময় কোনটি ব্যবহার করা সবচেয়ে সুরক্ষিত?
Bollywood Romances: দক্ষিণের তারকাদের সঙ্গে রোম্যান্স করেছেন এই ৭ বলি সন্দুরী