
আমির খানের মেয়ে ইরা খান তাঁর বহুদিনের প্রেমিক নূপুর শিখারের সঙ্গে বাগদান সেরেছেন। নূপুর হাঁটু গেড়ে ইরাকে বিয়ের প্রস্তাব দেন। এবং ইরাও চুম্বন দিয়ে তাতে রাজি হন।

অনন্যা পাণ্ডে একসঙ্গে দুই জনরে সঙ্গে ডেট করছেন বলে বলিউডে খবর। কিন্তু তাঁর মা ভাবনা পাণ্ডে কফি উইথ করণে এসে জানিয়েছেন যে মেয়ে এমন কিছুই করছেন না। তবে হ্যাঁ, তাঁর প্রেম ভেঙে যাওয়ার পর একসঙ্গে দুইজনের উপর নজর রয়েছে। এই কথায় জল্পনা শুরু কার্তিক আরিয়ান এবং বিজয় দেবেরাকোন্ডা এই দুইজনের উপর তাহলে অনন্যার নজর রয়েছে।

ক্রিকেট আর বলিউড পরিপূরক। আর সারা আলি খানের ক্ষেত্রে সেটা আরও বেশি যায়। তাঁর ঠাকুমা শর্মিলা ঠাকুর এবং ঠাকুর্দা মনসুর আলি পতৌদি বড় উদাহরণ। বি-টাউনে কান পাতলে শোনা যাচ্ছে সারার মন এখন ক্রিকেটার শুবমন গিলের দিকে। দুইজনকে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা শুরু।

সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি সিনেমার জন্য চর্চায় না থাকলেও ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেমের জন্য আলোচনায়। কবে তাঁদের বিয়ে হবে সেই জল্পনা চলছেই বলিউডে।

মা গৌরি খান কফি উইথ করণে এসে নিজের সন্তানদের লাভ লাইফ নিয়ে কথা বলে সুহান খান এবং আরিয়ান খানকে চর্চায় নিয়ে এসেছেন। গৌরি মেয়েক পরামর্শ একসঙ্গে দুইজনের সঙ্গে যেন ডেট না করেন। আর ছেলে আরিয়ানকে বলেছেন যতক্ষণ না বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন, যত ইচ্ছে ডেট করুন।

অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা সিনেমায় আসেননি। কিন্তু তিনি সব সময়ই বি-টাউনের আলোচনার অংশ। প্রথম শোনা গিয়েছিল তিনি শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে সম্পর্কে রয়েছে। তারপর খবর গালি বয় সিদ্ধান্ত চতুর্বেদীকে মন দিয়েছেন। কিন্তু কফি উইথ করণে এসে সিদ্ধান্ত জানিয়েছেন তিনি সিঙ্গল।

টাইগার শ্রফ এবং দিশা পাটানি বহুদিন ধরে সম্পর্কে রয়েছেন। কিন্তু কিছুতেই বিয়ে করছেন না। দিশা বিয়ে করতে চান, কিন্তু টাইগার এখনই চান না। আর এই কারণেই শোনা যাচ্ছে দুইজনের সম্পর্ক ভেঙে গিয়েছে। যদিও এই বিষয়ে দুইজনে এখনও মুখ খোলেননি।