
২০১৪ সালে ক্রিকেট বিশ্বে ঝড় তুলে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানিয়েল ওয়েট। সুন্দরী ড্যানিয়েল, কোহলিকে খুল্লামখুল্লা বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। (ছবি:ইনস্টাগ্রাম)

ড্যানিয়েলের প্রস্তাবে সাড়া দেননি বিরাট। মন ভেঙে গিয়েছিল এক ঢাল সোনালি চুলের ব্রিটিশ ক্রিকেটারের। কোহলির বিয়ের পর ড্যানিয়েলের সতীর্থরা তাঁর পিছনে লাগতে ছাড়েননি। (ছবি:ইনস্টাগ্রাম)

তারপর হঠাৎই গতবছর ড্যানিয়েলকে দেখা যায় অর্জুন তেন্ডুলকরের সঙ্গে। অর্জুন-ড্যানির বন্ধুত্ব আজকের নয়। লন্ডনে একসঙ্গে প্র্যাকটিস করতেন ড্যানিয়েল ও অর্জুন। (ছবি:ইনস্টাগ্রাম)

অর্জুনের সঙ্গে রেস্তরাঁয় বসেছিলেন ড্যানিয়েল। সকলের অনুমান ছিল, অর্জুন এবং ইংরেজ ক্রিকেটার ডেট করছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

অর্জুনের সঙ্গে নাম জড়িয়ে সে বারও শিরোনামে জায়গা করে নিয়েছিলেন ড্যানিয়েল। অর্জুনের থেকে বয়সে অনেকটাই বড় তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

বিরাটকে পাননি। ৩১ বছরের ড্যানিয়েল কি সত্যিই অর্জুনের সঙ্গে প্রেম করছেন? নাকি নিছকই বন্ধুত্ব রয়েছে তাঁদের মধ্যে? (ছবি:ইনস্টাগ্রাম)

ড্য়ানিয়েলের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি বর্তমানে কারও সঙ্গে প্রেমে সম্পর্কে নেই। ড্য়ানিয়েলের 'প্রেম' শুধুই ক্রিকেট। বিয়ে, প্রেম এসব নিয়ে পরে ভেবে দেখবেন। (ছবি:ইনস্টাগ্রাম)