Karishma Kapoor: অত্যাচারের রাত ভুলে কি বিয়ের পিঁড়িতে করিশ্মা! রাখঢাক না করেই উত্তর দিলেন কাপুর-কন্যা লোলো
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 30, 2022 | 7:33 AM
Bollywood Gossip: পরিবারকেই আগে গুরুত্ব দিতে চান। তবে কোথাও গিয়ে যেন এবার সেই ছক ভেঙে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন করিশ্মা কাপুর! রণবীর কাপুরের বিয়ের পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।
1 / 6
২০০৩ সালের বিয়ে, অতীতের ভয়ানক পরিণতী। জীবন যে রাতারাতি বদলাতে চলেছে তা স্বপ্নেও ভাবতে পারেননি করিশ্মা কাপুর। কাপুর পরিবারের মেয়ে, পাশাপাশি প্রতিষ্ঠিত সেলেব, তাঁর বৈবাহিক জীবন ভয়ানক।
2 / 6
বিয়ের পরই আসল ছবি প্রকাশ্যে আসে তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয়ের। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়েছিল সেই খবর, গায়ে হাত তোলা থেকে শুরু করে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, তালিকা থেকে বাদ থাকেনি কিছুই।
3 / 6
অবশেষে সেই বিয়ে থেকে বেরিয়ে এখন করিশ্মা কাপুর মুক্ত। আবারও অভিনয় জগতে ধীরে ধীরে ফিরছেন তিনি। তবে ছেলেকেই বেশিটা সময় দিতে চান তিনি। কাজ করবেন, তবে খুব কম বলেই জানান লোলো।
4 / 6
পরিবারকেই আগে গুরুত্ব দিতে চান। তবে কোথাও গিয়ে যেন এবার সেই ছক ভেঙে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন করিশ্মা কাপুর! রণবীর কাপুরের বিয়ের পর থেকেই এই নিয়ে জল্পনা তুঙ্গে।
5 / 6
তবে রাখঢাক না করে নিজেই জানালেন, এখনও তিনি স্থির করেননি, দেখা যাবে। আর এই মর্মেই নতুন আশা দেখছে এবার ভক্তমহল। তবে কি মনের মানুষ পেলে আবারও ঘর বাঁধতে পারেন করিশ্মা!
6 / 6
সেই উত্তর সময়ই দেবে। বর্তমানে একাধিক ছবির চিত্রনাট্য তাঁর হাতে। একের পর এক ছবিতে কাজ করবেন তিনি। ওটিটি-তেও প্রথম পা রাখতে চলেছেন করিশ্মা।