
একজনের বয়স ৫৬। অন্যজনের ৩২। মাঝে ফারাক প্রায় ২৪ বছরের। প্রথমজন সলমন খান। আর দ্বিতীয় জ্বন দক্ষিণী ছবির দুনিয়ায় বেশ পরিচিত নাম। পাপারাৎজি উমর সাধুর এক টুইট নিয়ে এখন তোলপাড় বলিউডের অন্দর। ওই ব্যক্তির দাবি, সলমনের জীবনে নাকি ভালবাসা হয়ে এসেছেন এক সুন্দরী রমণী। কে তিনি? কেনই বা উমরের বক্তব্যকেই দেওয়া হচ্ছে এত গুরুত্ব? কারণ আছে...

উমরের দাবি অনুযায়ী, সহ অভিনেতা পূজা হেগড়ের সঙ্গেই নাকি মন দেওয়া নেওয়া চলেছে ভাইজানের। এক টুইটে তিনি লেখেন, "শহরে নতুন জুটি। মেগাস্টার সলমন খান পূজা হেগড়েকে ভালবেসে ফেলেছেন। তাঁর প্রযোজনা সংস্থা আগামী দুই ছবির জন্য পূজাকে সইও করিয়ে নিয়েছে। একান্তে সময়ও কাটাতে দেখা যাচ্ছে তাঁদের।"

সলমনের আগামী ছবি 'কিসি কি ভাই কিসি কি জান' ছবিতে ভাইজানের বিপরীতে রয়েছেন পূজা। বলিউডে খুব বেশি ছবি না করা পূজা কিন্তু এই ছবিতে সলমনের নায়িকা। এই ছবি দিয়ে বলিউডে ডেবিউ করবেন শেহনাজ গিল। কেন উমরের এই টুইট নিয়ে এত মাতামাতি?

এর আগে প্রভাস ও কৃতি শ্যাননের সম্পর্কের কথা সবার আগে জানিয়েছিলেন তিনিই। সে সময় যদিও কেউ বিশ্বাস করেনি। পরে বলিউডে একাধিক সূত্র মারফৎ জানা যায়, আদিপুরুষ ছবির শুটিং করতে গিয়ে সত্যিই প্রেমে পড়েছেন প্রভাস-কৃতি।

তাই এবারেও একই ঘটনা পুনরাবৃত্তি কিনা, এই প্রশ্নই জাগছে অনুরাগীদের মনে। অনেকে যদিও এই তথ্যকে গুঞ্জনই বলে মনে করছেন। তবে প্রভাসের মতো সলমনের প্রেমের খবরও ওই টুইটারেত্তি মিলিয়ে দিতে পারেন কিনা সে প্রশ্ন ভিড় করছেন অনবরত। ভাইজান? তিনি যদিও স্পিকটি নট।
