Romance: প্রভাসের মনে কৃতি! গোপন রোম্যান্সে মত্ত দুই? প্রকাশ্যে এবার আসল সত্যি
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 22, 2022 | 9:16 AM
Gossip: একদিকে চলছে আদীপুরুষ-এর কাজ, তেমনই আবার উল্টোদিকে সেলেব ব্যস্ত রয়েছেন প্রজেক্ট কে-এর কাজ নিয়ে। সেই ছবিতেই দীপিকার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে।
1 / 5
প্রভাস, ভাহুবলি ছবি মুক্তির পর থেকে মহিলা ভক্তদের মনে যাঁর বাস। একের পর এক ভাল ছবি উপহার দেওয়ার অপেক্ষায় এখন সাহো। পর পর হিট ছবি তাঁর ঝুলিতে থাকলেও রাধে শ্যাম বেশ নিরাশ করেছে দর্শকদের। যদিও ছবি ফ্লপের দায় প্রভাস চাপিয়েছে গল্পের কাঁধেই।
2 / 5
এখন তাই আর কোনও ঝুঁকি নিয়ে রাজি নন তিনি। একদিকে চলছে আদীপুরুষ-এর কাজ, তেমনই আবার উল্টোদিকে সেলেব ব্যস্ত রয়েছেন প্রজেক্ট কে-এর কাজ নিয়ে। সেই ছবিতেই দীপিকার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। তবে বর্তমানে যা খবরের শিরোনামে তা হল প্রভাসের লাভ লাইফ।
3 / 5
কৃতি স্যানন- লুকাছুপি হোক বা শেহজাদা, দুই ছবির সেটেই কার্তিক ও কৃতি স্যানন একে ওপরের কাছাকাছি এসেছিলেন। তবে সেই সম্পর্কের গভীরতা খুব বেশি না থাকায় তা দ্রুত ভেঙে যায়।
4 / 5
ঘনিষ্টসূত্রে খবর প্রভাস ও কৃতি এখন ব্যস্ত রয়েছেন আদীপুরুষের কাজ নিয়ে। এটা এক ধরনের প্রমোশনাল স্টান্টও বলা যেতে পারে। দুই সেলেবি এই মর্মে কোনো উত্তরই দিতে রাজি ছিলেন না। সেই কারণেই তাঁরা তেমন কিছু বলেননি।
5 / 5
সূত্রের খবর প্রভাস জানে যে সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন এমন হাজারটা মিথ্যে খবর ছড়িয়ে পড়ে। তাই এই খবর নিয়ে খুব একটা মাথাব্যথা তাঁর নেই। তিনি এখন ছবির কাজ নিয়েই ব্যস্ত আছেন। এই সব প্রসঙ্গে খুব একটা ভাবছেন না।