Relationship: রোহমানের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীন ললিতের সঙ্গে গোপন প্রেম! জানুন সুস্মিতার সম্পর্কের গোপন রহস্য

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 15, 2022 | 2:58 PM

Sushmita Sen: চলত ম্যাসেজ দেওয়া-নেওয়া, টুইটরে চলত খোলামেলা বাক্যালাপ। ২০১৩ থেকে তাঁদের একাধিক পোস্ট ভাইরাল...

1 / 6
বৃহস্পতিবারই ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্কের খবর সামনে আসে। ললিত মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। জানিয়েছেন, তারা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

বৃহস্পতিবারই ললিত মোদী ও সুস্মিতা সেনের সম্পর্কের খবর সামনে আসে। ললিত মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন। জানিয়েছেন, তারা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন।

2 / 6
তবে সেই পোস্টে নজর রাখলে যা চোখে পড়ে, তা হল অতীত থেকেই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ট হওয়ার ইঙ্গিত। ২০১৩ থেকেই তাহলে কি ডেটিং করছিলেন এই জুটি! আর রোহমানের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীনই কী গোপনে চালাচ্ছিলেন এই সম্পর্ক!

তবে সেই পোস্টে নজর রাখলে যা চোখে পড়ে, তা হল অতীত থেকেই সুস্মিতার সঙ্গে ঘনিষ্ট হওয়ার ইঙ্গিত। ২০১৩ থেকেই তাহলে কি ডেটিং করছিলেন এই জুটি! আর রোহমানের সঙ্গে লিভ ইন-এ থাকাকালীনই কী গোপনে চালাচ্ছিলেন এই সম্পর্ক!

3 / 6
সম্প্রতি এমনই একটি খবর আবারও ভাইরাল। অতীতে একবার খোদ সুস্মিতা সেনই দিয়েছিলেন এর উত্তর। কেন তিনি ও সলমন খান আজও বিয়ের পিঁড়িতে বসলেন না।

সম্প্রতি এমনই একটি খবর আবারও ভাইরাল। অতীতে একবার খোদ সুস্মিতা সেনই দিয়েছিলেন এর উত্তর। কেন তিনি ও সলমন খান আজও বিয়ের পিঁড়িতে বসলেন না।

4 / 6
সুস্মিতা সেন- বিয়ের আগে সঙ্গমে লিপ্ত হয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় সুস্মিতা সেনকে। ব্যক্তিগত জীবনে তিনি ঠিক কী করছেন, তার জেরে এফআইআর, নিজেই অবাক হয়েছিলেন সুস্মিতা।

সুস্মিতা সেন- বিয়ের আগে সঙ্গমে লিপ্ত হয়ে রীতিমত অস্বস্তিতে পড়তে হয় সুস্মিতা সেনকে। ব্যক্তিগত জীবনে তিনি ঠিক কী করছেন, তার জেরে এফআইআর, নিজেই অবাক হয়েছিলেন সুস্মিতা।

5 / 6
চলত মেসেজ দেওয়া-নেওয়া, টুইটরে চলত খোলামেলা বাক্যালাপ। তবে সূত্রের খবর ২০১৩ থেকে তাঁদের একাধিক পোস্ট ভাইরাল হলেও সম্পর্কে গিয়েছেন তাঁরা সম্প্রতি। রোহমান যতদিন সুস্মিতার জীবনে ছিলেন, ততদিন পর্যন্ত ললিতের সঙ্গে কোনও ঘনিষ্ট সম্পর্কই তৈরি করেননি তিনি।

চলত মেসেজ দেওয়া-নেওয়া, টুইটরে চলত খোলামেলা বাক্যালাপ। তবে সূত্রের খবর ২০১৩ থেকে তাঁদের একাধিক পোস্ট ভাইরাল হলেও সম্পর্কে গিয়েছেন তাঁরা সম্প্রতি। রোহমান যতদিন সুস্মিতার জীবনে ছিলেন, ততদিন পর্যন্ত ললিতের সঙ্গে কোনও ঘনিষ্ট সম্পর্কই তৈরি করেননি তিনি।

6 / 6
সুস্মিতা সেন- ২০১২ সালে একবার ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেখান থেকেই খোয়া যায় তাঁর পোশাকটি। বিমানবন্দ থেকে পুরো ব্যাগই তাঁর হাওয়া। কোনও মতে ভারতে ফিরেছিলেন তিনি।

সুস্মিতা সেন- ২০১২ সালে একবার ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন। সেখান থেকেই খোয়া যায় তাঁর পোশাকটি। বিমানবন্দ থেকে পুরো ব্যাগই তাঁর হাওয়া। কোনও মতে ভারতে ফিরেছিলেন তিনি।

Next Photo Gallery