
অন্য ধরনের কাজ করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা সংক্ষেপে ইসরো নামে পরিচিত, সেই সংস্থায় কর্মী নিয়োগ করা হবে।

ইসরো সংস্থার তরফে জানানো হয়েছে, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্টেন্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট ও স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

গত ২০ ডিসেম্বর থেকে আবেদন পক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ জানুয়ারি, ২০২৩। আগ্রহী আবেদনকারীরা ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট isro.gov.in - এ লগ ইন করে আবেদন পাঠাতে পারেন। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, একজন আবেদনকারী কেবলমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন। একসঙ্গে একাধিক পদে আবেদন করলে, সেই আবেদন বাতিল হয়ে যাবে।

শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। যারা পার্সোনাল অ্যাসিস্টেন্ট বা স্টেনোগ্রাফার পদে আবেদন করবেন, তাদের ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- অ্যাসিস্টেন্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, স্টেনোগ্রাফার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের ২৫ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা- আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ২৮ বছর হতে পারবে। তবে ওবিসিদের ক্ষেত্রে বয়সসীমা ৩১ বছর ও জনজাতি-উপজাতির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৩ বছর ধার্য করা হয়েছে। এই শূন্যপদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।

লিখিত পরীক্ষার মাধ্য়মে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে।