IT Raid: অবাক কাণ্ড! উত্তর প্রদেশের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার নগদ ১৫০ কোটি টাকা, দেখুন ছবি

Income Tax raid: বৃহস্পতিবার সকালে কানপুর, মুম্বাই এবং গুজরাটে একযোগে অভিযান শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। অভিযানের সময় নগদ ১৫০ কোটি টাকা পাওয়া গেছে বলে জানা গিয়েছে।

| Edited By: অরিজিৎ দে

Dec 24, 2021 | 3:03 PM

1 / 5
কানপুর: বৃহস্পতিবার, উত্তর প্রদেশের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ। আয়কর হানায় নগদ ১৫০ কোটি টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। টাকার অঙ্ক শুনে চোখ কপালে উঠেছে আয়কর আধিকারিকদের। টাকা উদ্ধারের পাশাপাশি টাকা গোণার বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিনও উদ্ধার করা হয়েছে। ছবি: এএনআই

কানপুর: বৃহস্পতিবার, উত্তর প্রদেশের এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর বিভাগ। আয়কর হানায় নগদ ১৫০ কোটি টাকা উদ্ধার করেছেন আধিকারিকরা। টাকার অঙ্ক শুনে চোখ কপালে উঠেছে আয়কর আধিকারিকদের। টাকা উদ্ধারের পাশাপাশি টাকা গোণার বেশ কিছু স্বয়ংক্রিয় মেশিনও উদ্ধার করা হয়েছে। ছবি: এএনআই

2 / 5
কানপুর, কনৌজ, মুম্বাই এবং গুজরাটে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি, কারখানা, অফিস, কোল্ড স্টোর এবং পেট্রোল পাম্পে  হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে ডিরেক্টর জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের আধিকারিকরা কানপুরে একটি কারখানাতে হানা দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই কারখানায় পান মশলা তৈরি হত। কারখানার মালিকের নাম এখনও প্রকাশিত করা হয়নি। ছবি: এএনআই

কানপুর, কনৌজ, মুম্বাই এবং গুজরাটে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি, কারখানা, অফিস, কোল্ড স্টোর এবং পেট্রোল পাম্পে হানা দিয়েছিলেন আয়কর দফতরের আধিকারিকরা। আয়কর দফতরের আধিকারিকদের সঙ্গে ডিরেক্টর জেনারেল অব জিএসটি ইন্টেলিজেন্সের আধিকারিকরা কানপুরে একটি কারখানাতে হানা দিয়েছিলেন। জানা গিয়েছে, ওই কারখানায় পান মশলা তৈরি হত। কারখানার মালিকের নাম এখনও প্রকাশিত করা হয়নি। ছবি: এএনআই

3 / 5
কানপুর শহরে, পীযূষ জৈনের আনন্দপুরীর বাড়িতে টাকা গোণার স্বয়ংক্রিয় মেশিন নিয়ে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। মুম্বই ও গুজরাটেও ব্যবসায়ীর বিভিন্ন দফতরে হানা দেন আয়কর আধিকারিকরা। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় ১৫০ কোটি টাকা আয়তক ফাঁকির অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন কোম্পানিকে সামনে রেখেই এই কর ফাঁকির বন্দোবস্ত করা হয়েছিল। ছবি: এএনআই

কানপুর শহরে, পীযূষ জৈনের আনন্দপুরীর বাড়িতে টাকা গোণার স্বয়ংক্রিয় মেশিন নিয়ে হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। মুম্বই ও গুজরাটেও ব্যবসায়ীর বিভিন্ন দফতরে হানা দেন আয়কর আধিকারিকরা। আয়কর আধিকারিকরা জানিয়েছেন, এই ঘটনায় ১৫০ কোটি টাকা আয়তক ফাঁকির অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন কোম্পানিকে সামনে রেখেই এই কর ফাঁকির বন্দোবস্ত করা হয়েছিল। ছবি: এএনআই

4 / 5
বর্তমানে আনন্দপুরির বাসিন্দা পীযূষ জৈন মূলত কনৌজের ছিপট্টির বাসিন্দা। তিনি কনৌজে একটি বাড়ি, পারফিউম ফ্যাক্টরি, কোল্ড স্টোর, পেট্রোল পাম্পেরও মালিক। পীযূষ জৈন মুম্বাইতে একটি বাড়ি, হেড অফিস এবং শোরুমেরও মালিক। মুম্বাইতেই তার কোম্পানি নিবন্ধিত। ছবি: এএনআই

বর্তমানে আনন্দপুরির বাসিন্দা পীযূষ জৈন মূলত কনৌজের ছিপট্টির বাসিন্দা। তিনি কনৌজে একটি বাড়ি, পারফিউম ফ্যাক্টরি, কোল্ড স্টোর, পেট্রোল পাম্পেরও মালিক। পীযূষ জৈন মুম্বাইতে একটি বাড়ি, হেড অফিস এবং শোরুমেরও মালিক। মুম্বাইতেই তার কোম্পানি নিবন্ধিত। ছবি: এএনআই

5 / 5
বৃহস্পতিবার সকালে কানপুর, মুম্বাই এবং গুজরাটে একযোগে অভিযান শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। অভিযানের সময় নগদ ১৫০ কোটি টাকা পাওয়া গেছে বলে জানা গিয়েছে। মুম্বাইয়ের একটি দল অভিযানের নেতৃত্ব দেয় এবং সেই দলের তত্ত্বাবধানে কানপুরের আয়কর কর্মকর্তাদের দলও অভিযানে অংশগ্রহন করেছিল। আয়কর কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে দুটি সহ পীযূষ জৈনের প্রায় ৪০ টি কোম্পানি রয়েছে। ছবি: এএনআই

বৃহস্পতিবার সকালে কানপুর, মুম্বাই এবং গুজরাটে একযোগে অভিযান শুরু হয় এবং গভীর রাতে শেষ হয়। অভিযানের সময় নগদ ১৫০ কোটি টাকা পাওয়া গেছে বলে জানা গিয়েছে। মুম্বাইয়ের একটি দল অভিযানের নেতৃত্ব দেয় এবং সেই দলের তত্ত্বাবধানে কানপুরের আয়কর কর্মকর্তাদের দলও অভিযানে অংশগ্রহন করেছিল। আয়কর কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে দুটি সহ পীযূষ জৈনের প্রায় ৪০ টি কোম্পানি রয়েছে। ছবি: এএনআই