Manushi Chhillar Fashion: সমুদ্র সৈকতে বিকিনি লুকে আগুন লাগালেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুসি চিল্লার! বিকিনির দাম শুনলে চমকে উঠবেন…

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 10, 2021 | 6:00 PM

প্রাক্তন বিশ্বসুন্দরী এবং বলিউডের নবাগতা মানুশি চিল্লার 'ট্রেজার আইল্যান্ড' মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সেই ছুটির ছবি দিয়ে ইনস্টাগ্রামে আগুন লাগিয়েছেন সুন্দরী। অভিনেত্রী, যিনি তার বলিউডে আত্মপ্রকাশ করতে প্রস্তুত, সৈকতের ফ্যাশন লুককে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আপনি যদি একজন সৈকত প্রেমিক হন তবে এই ছবিগুলি মিস করবেন না কিছুতেই।

1 / 4
মানুসি কিছু গরম সৈকতের লুক পরিবেশন করেছেন মালদ্বীপ থেকে, যার মধ্যে থেকে আমরা কোন লুকটা সবচেয়ে সুন্দর নির্ধারণ করতে পারি না।

মানুসি কিছু গরম সৈকতের লুক পরিবেশন করেছেন মালদ্বীপ থেকে, যার মধ্যে থেকে আমরা কোন লুকটা সবচেয়ে সুন্দর নির্ধারণ করতে পারি না।

2 / 4
ফার্স্ট লুকে একটি উজ্জ্বল লাল 'বেওয়াচ' স্টাইলের বিকিনিতে মানুশি ফ্যাশান জগতে নজর কাড়া লুক এনেছে। সুন্দর বিকিনিটিতে একটি হাল্টার-নেক এবং দুপাশে দুটো কাট-আউট এবং একটি বর্গাকার নেকলাইন রয়েছে।

ফার্স্ট লুকে একটি উজ্জ্বল লাল 'বেওয়াচ' স্টাইলের বিকিনিতে মানুশি ফ্যাশান জগতে নজর কাড়া লুক এনেছে। সুন্দর বিকিনিটিতে একটি হাল্টার-নেক এবং দুপাশে দুটো কাট-আউট এবং একটি বর্গাকার নেকলাইন রয়েছে।

3 / 4
আরেকটি ছবিতে মানুসি পিচ রঙের কো-অর্ডিনেট পোশাকে নিজেকে সুন্দর করে মানানসই করে তুলেছে। একই রঙের কাসা জুয়েলারির গয়নায় সাজিয়েছে দারুণ করে।

আরেকটি ছবিতে মানুসি পিচ রঙের কো-অর্ডিনেট পোশাকে নিজেকে সুন্দর করে মানানসই করে তুলেছে। একই রঙের কাসা জুয়েলারির গয়নায় সাজিয়েছে দারুণ করে।

4 / 4
সামার সামহোয়্যার থেকে ম্যাচিং প্যান্টের সাথে মিন্ট গ্রিন রঙের স্প্যাগেটি টপ পরে অন্য লুকে তিনি স্তব্ধ করেছেন নেটিজেনদের। তিনি লিস্যাক থেকে জুতো পরে সম্পূর্ণ করেছেন এই বিচ লুকটি।

সামার সামহোয়্যার থেকে ম্যাচিং প্যান্টের সাথে মিন্ট গ্রিন রঙের স্প্যাগেটি টপ পরে অন্য লুকে তিনি স্তব্ধ করেছেন নেটিজেনদের। তিনি লিস্যাক থেকে জুতো পরে সম্পূর্ণ করেছেন এই বিচ লুকটি।

Next Photo Gallery
Roy Krishna: কন্যাসন্তানের বাবা হলেন এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণা
Nadia Child Death: নদিয়ায় অবরোধ ফাঁসে শিশুর মৃত্যু, নিন্দার ঝড় নাগরিক সমাজে