ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্থানীয় হাসপাতালে থাকা বাচ্চাদের জন্য ক্রিসমাস গিফ্ট প্যাক করার দায়িত্ব পেয়েছিলেন মার্কাস ব়্যাশফোর্ড থেকে শুরু একাধিক রেড ডেভিলস তারকা। গিফ্ট প্যাক করা থেকে শুরু করে তা সঠিক জায়গায় পৌঁছেও দিয়েছেন ম্যান ইউ তারকারা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ম্যান ইউয়ের পুরুষ দলের অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের থেকে শুরু করে মহিলা দলের ফুটবলাররাও ক্লাবের এই উদ্যোগে সামিল হয়েছিলেন। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহিলা দলের ফুটবলরারা সেখানকার তিনটি শিশুদের হাসপাতালে (রয়্যাল ম্যাঞ্চেস্টার চিলড্রেনস হাসপাতাল, ফ্র্যান্সিস হাউস চিলড্রেনস হাসপাতাল ও দ্য ক্রিস্টি) গিয়েছিলেন। সেখানে থাকা বাচ্চাদের সঙ্গে তাঁরা সময় কাটান। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের টুইটারে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে মার্কাস ব়্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজ ডেভিড ডি হিয়ারা হাসিমুখে গিফ্ট প্যাক করতে ব্যস্ত। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ক্রিসমাস গিফ্ট দেওয়ার পর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহিলা ফুটবলাররা হাসপাতালে তাঁদের খুদে সমর্থকদের সঙ্গে হাসিমুখে পোজ দিয়ে ছবিও তুলেছেন। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
কোনও খুদেকে আবার দেখা গিয়েছে ম্যান ইউ তারকার দিকে জার্সি এগিয়ে দিতে। সযত্নে সেই জার্সিতে সইও করে দিয়েছেন ম্যান ইউয়ের মহিলা দলের ফুটবলাররা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ক্রিসমাস উপলক্ষ্যে ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মার্কাস ব়্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ের, ক্রিশ্চিয়ান এরিকসেন, ব্রুনো ফার্নান্ডেজরা। (ছবি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)