Vastu Tips For Home: সংসারে নিত্য কলহ-অর্থভাব? বাড়ির ঠিক এদিকে কাঁঠাল গাছ থাকলে আজই কেটে ফেলুন
Vastusashtra: বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে বা বাড়ির চারিপাশে একটি কাঁঠাল গাছ থাকে, তাহলে মোটেও তা মঙ্গল নয়। বাড়ির চারিপাশে আম-জাম-কাঁঠাল ফলের গাছ থাকা ভাল। কিন্তু বাস্তু হিসেবে কাঁঠাল গাছ সুবিধেজনক নয়। বাড়ির কোন দিকে কাঁঠাল গাছ দ্রুত কেটে ফেলে দেওয়া উচিত, তা বাস্তুশাস্ত্র মেনে চলুন...
কাঁঠাল গাছ সবসময় ঘর থেকে অন্তত ১০ ফুট দূরে পোঁতা। তবে মাটিতে পোঁতার আগে, অবশ্যই মনে রাখতে হবে, সর্বদা বাড়ির উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত। বাস্তু অনুসারে, এদিকে বসানো হলে সম্পদ-সমৃদ্ধির সঙ্গে জড়িত। তাই এদিকে কাঁঠাল গাছ লাগালে আর্থিক লাভ হবে।