
সুকেশ চন্দ্রশেখর জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্দেজের। সুকেশের সঙ্গে তাঁর প্রেমের খবরও আর গোপন নেই। তাঁকে চলছে বিস্তর কাটাছেঁড়া। এবার এক অনুষ্ঠানে হাজির হয়ে ট্রোলের মুখোমুখি হতে হল তাঁকে। নেপথ্যে তাঁর পোশাক।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যাকলিন। পরেছিলেন শাড়ি। একগাল হাসি নিয়েই উপস্থিত সকলের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে।

আর এখান থেকেই শুরু কটাক্ষ। নেটাগরিকদের একটা বড় অংশের মতে, 'ড্যামেজ কন্ট্রোল' করার জন্যই নাকি ভারতীয় পোশাকে সেজেছেন তিনি, দাবি তেমনটাই।

যদিও অভিনেত্রী এখনও পর্যন্ত এ ট্রোলের জবাব দেননি। গত বছর অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে। বারেবারে তাঁর ডাক পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে। এমনকি ওই মামলার অতিরিক্ত চার্জশিটেও তাঁর নাম রয়েছে।

এখানেই কিন্তু শেষ নয়, সুকেশের সঙ্গে তাঁর ব্যক্তিগত ছবিও নেটদুনিয়ায় হয়ে গিয়েছে ফাঁস, এমনকি এ কারণে বেশ কিছু বলিউড প্রজেক্টও হাতছাড়া হয়েছে তাঁর।

যদিও সুকেশের দাবি জ্যাকলিন নয় দোষী নোরা ফিতেহি। তাঁর অভিযোগ, জ্যাকলিনকে নাকি মারাত্মক হিংসে করেন নোরা ফতেহি। একদিকে যখন চলছে কটাক্ষ, তখন আবারও নতুন ভাবে ফিরতে চাইছেন তিনি। কতটা সফল হন এখন সেটাই দেখার।