Jacqueline Fernandez Fashion: মাথা থেকে পা পর্যন্ত সোনালি রঙের পোশাকে সাজলেন জ্যাকলিন, সঙ্গে আবার সোনালি সোয়েটার!

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 06, 2021 | 11:00 AM

জ্যাকলিন সম্প্রতি মাথা থেকে পা পর্যন্ত সোনালি রঙের মোড়কে নিজেকে সাজিয়ে তুলেছেন। তিনি রিয়্যালিটি শোতে এক অনন্য সাধারণ সাজে এলেন। দেখে নিন তাঁর সেই সাজের কিছু ঝলক...

1 / 6
শীত আসার সঙ্গে সঙ্গেই জ্যাকলিন ফার্নান্ডেজ নতুন ফ্যাশন নিয়ে হাজির। অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম পেজে ফ্যাশনের নানান খবরের আপডেট দিয়ে থাকেন। এবার তাঁকে দেখা গেল একটা সোনালি সোয়েটার পরে থাকতে।

শীত আসার সঙ্গে সঙ্গেই জ্যাকলিন ফার্নান্ডেজ নতুন ফ্যাশন নিয়ে হাজির। অভিনেত্রী প্রায়শই তাঁর ইনস্টাগ্রাম পেজে ফ্যাশনের নানান খবরের আপডেট দিয়ে থাকেন। এবার তাঁকে দেখা গেল একটা সোনালি সোয়েটার পরে থাকতে।

2 / 6
জ্যাকলিন সম্প্রতি রিয়েলিটি টিভি শো ডান্স প্লাস ৬-এ হাজির হয়েছিলেন। শো-তে তিনি মাথা থেকে পা পর্যন্ত সোনালি রঙের ভ্যালেন্টিনো গারভানি পোশাকে নিজেকে সাজিয়েছিলেন। তিনি শপ লুনের লেবেল থেকে গয়না পরেছিলেন।

জ্যাকলিন সম্প্রতি রিয়েলিটি টিভি শো ডান্স প্লাস ৬-এ হাজির হয়েছিলেন। শো-তে তিনি মাথা থেকে পা পর্যন্ত সোনালি রঙের ভ্যালেন্টিনো গারভানি পোশাকে নিজেকে সাজিয়েছিলেন। তিনি শপ লুনের লেবেল থেকে গয়না পরেছিলেন।

3 / 6
টিভি অনুষ্ঠানের জন্য ‘ভূত পুলিশ’ অভিনেত্রীর পোশাকে একটি উলের সোয়েটারও ছিল। তিনি সাদা ডবল কলারযুক্ত ওভারসাইজ শার্ট পরেছিলেন।

টিভি অনুষ্ঠানের জন্য ‘ভূত পুলিশ’ অভিনেত্রীর পোশাকে একটি উলের সোয়েটারও ছিল। তিনি সাদা ডবল কলারযুক্ত ওভারসাইজ শার্ট পরেছিলেন।

4 / 6
জ্যাকলিন একটি জাম্পারও পরেছিলেন। সোনালি উলের মিনি স্কার্টের সঙ্গে তিনি এই সোয়েটার পরেছিলেন। তিনি ভ্যালেন্টিনোর লোগো বসানো সোনার প্লেট দিয়ে সাজানো একটা ব্যাগও সঙ্গে রেখেছিলেন।

জ্যাকলিন একটি জাম্পারও পরেছিলেন। সোনালি উলের মিনি স্কার্টের সঙ্গে তিনি এই সোয়েটার পরেছিলেন। তিনি ভ্যালেন্টিনোর লোগো বসানো সোনার প্লেট দিয়ে সাজানো একটা ব্যাগও সঙ্গে রেখেছিলেন।

5 / 6
জ্যাকলিন তাঁর দু’হাতে আংটি পরেছিলেন। এছাড়াও কানে বড় লম্বা দুল পরেছিলেন। তিনি তাঁর চুলগুলো খোলা রেখেছিলেন। জেলের ব্যবহার করে চুলে একটা ভেজা ভেজা ভাব এনেছিলেন।

জ্যাকলিন তাঁর দু’হাতে আংটি পরেছিলেন। এছাড়াও কানে বড় লম্বা দুল পরেছিলেন। তিনি তাঁর চুলগুলো খোলা রেখেছিলেন। জেলের ব্যবহার করে চুলে একটা ভেজা ভেজা ভাব এনেছিলেন।

6 / 6
জ্যাকলিনের উজ্জ্বল ত্বক, গাঢ় লাল লিপ শেড, অন-ফ্লিক ভ্রু, সূক্ষ্ম আই শেড এবং নিখুঁত কনট্যুর তাঁর মেকআপ সম্পূর্ণ করেছিল।

জ্যাকলিনের উজ্জ্বল ত্বক, গাঢ় লাল লিপ শেড, অন-ফ্লিক ভ্রু, সূক্ষ্ম আই শেড এবং নিখুঁত কনট্যুর তাঁর মেকআপ সম্পূর্ণ করেছিল।

Next Photo Gallery