
জ্যাকলিন পরেছেন করসেট টপ ও বাইকার শর্টস। এর আগে কখনও এমন পোশাকে দেখা যায়নি নায়িকাকে। জুতোর রঙেও সাদাকেই বেছেছেন নায়িকা।

করসেট ও শর্টসের মিশেলে দারুণ মানিয়েছে জ্যাকলিনকে। অনন্য সাধারণ এই পোশাককে আপাতদৃষ্টিতে দেখতে স্পোর্টসওয়্যারের মতো মনে হয়।

জ্যাকলিনের এই সাজকে ঘিরে বেশ আলোচনা চলছে। নিত্য নতুন ফ্যাশন স্টাইলের জন্য যথেষ্ট সুপরিচিত জ্যাকলিন। এক্ষেত্রেও তাঁর এই সাজকে বেশ কিছুটা চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে ফ্যাশন মহলে।

নীল স্যুইমস্যুটেও নজরকাড়া জ্যাকলিন ফার্নান্ডেজ।বাঘের শরীরের প্রিন্টের মনোকিনি পরেছেন নায়িকা।

তাঁর এই সুইমস্যুটের সাজ যদিও এই প্রথম নয়। এর আগেও তাঁকে রকমারি সুইমস্যুটের সাজে দেখা গেছিল। যে কোনও সুইমস্যুটেই তাঁর কার্ভগুলো তাঁকে অসাধারণ চেহারা দিয়ে দেয়।